English Version
আপডেট : ১২ মে, ২০১৬ ১৫:৫৯

মার্শিয়ান ওয়েসিস প্রজেক্ট ফাইনালে যেতে পলকের ভোটের আহ্বান

অনলাইন ডেস্ক
মার্শিয়ান ওয়েসিস প্রজেক্ট ফাইনালে যেতে পলকের ভোটের আহ্বান
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’তে বাংলাদেশ থেকে মার্শিয়ান ওয়েসিস প্রকল্পটি পিপলস চয়েজ অ্যাওয়ার্ডে ১৬১টি প্রজেক্টের সাথে প্রতিযোগিতা করে বিচারকদের রায়ে সেমিফাইনাল রাউন্ডের শীর্ষ ২৫তম স্থান করে নিয়েছে।
 
রোববারের (১৫ মে) মধ্যে বিশ্বব্যাপী অনলাইনে ভোটের মাধ্যমে ফাইনালের জন্য ৫টি প্রজেক্ট মনোনীত করা হবে। মার্শিয়ান ওয়েসিস প্রজেক্টটিকে শীর্ষ পাঁচ বা ফাইনালে নিয়ে যেতে সবার কাছে ভোট আহ্বান করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
বৃহস্পতিবার (১২ মে) ফেসবুকের স্ট্যাটাসে তিনি সকলের কাছে এ আহ্বান করেন।
 
পলক ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন,  নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে এবার চট্টগ্রাম অঞ্চল থেকে প্রজেক্টটি নির্বাচিত হয়েছে। সমস্ত এশিয়া থেকে শুধু জাপানের আরেকটি প্রজেক্ট শীর্ষ ২৫তম অবস্থান করছে।
 
অনলাইনে ভোট দেয়ার নিয়ম বিষয়ে  পলক  স্ট্যাটাসে লিখেছেন, মার্শিয়ান ওয়েসিস প্রকল্পটিকে ভোট দিতে প্রথমে https://2016.spaceappschallenge.org/ সাইটে গিয়ে বিনামূল্যে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর https://2016.spaceappschallenge.org/challenges/mars/simspace/projects/martianoasis লিংকে গিয়ে ভোট দিতে হবে। একটি অ্যাকাউন্ট থেকে দিনে একবার ভোট দেয়া যাবে। এভাবে ১৫ মে পর্যন্ত প্রতিদিন একবার করে ভোট দেয়া যাবে।
 
আগামী রোববার (১৫ মে) পর্যন্ত যে কেউ প্রকল্পটিকে ভোট দিতে পারবেন। সাতদিনে মোট সাতটি ভোট দেয়া যাবে একটি অ্যাকাউন্ট থেকে। নির্বাচিত প্রকল্পটিতে ভোট প্রদানের আহ্বান জানিয়ে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ এর আহ্বায়ক ও বেসিস স্টুডেন্ট ফোরামের আহ্বায়ক আরিফুল হাসান অপু বলেন, এশিয়া থেকে শুধুমাত্র বাংলাদেশ ও জাপানের দুটি প্রকল্প সেমিফাইনালে অবস্থান করছে। এটা বাংলাদেশে জন্য গর্বের বিষয়। অনলাইনে ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশি প্রকল্পটিকে বিজয়ী করার মোক্ষম সময় এখন।
 
মার্শিয়ান ওয়েসিস প্রকল্পটি তৈরি করেছে চট্টগ্রামের সাখাওয়াত নাদিম, এনামুল কবির, আরিফ জামান জয় এবং মাইকেল দাস।
 
এবারে বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে ছিলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। প্রতিযোগিতার সহযোগিতায় ছিলো বেসিস স্টুডেন্টস ফোরাম ও ক্লাউডক্যাম্প বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করেছে বাগডুম ডটকম, পিবাজার ডটকম ও পিপলএনটেক। এছাড়া অ্যাকাডেমিক পার্টনার হিসেবে ছিলো ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, রাজশাহী ইউনিভার্সিটি ও চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি।