English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১৭:২১

হোয়াটসঅ্যাপে যোগ নতুন ফিচার

অনলাইন ডেস্ক
 হোয়াটসঅ্যাপে যোগ নতুন ফিচার

ব্যবহারকারীদের সুবিধায় সবসময় প্রস্তুত হোয়াটসঅ্যাপ। নতুন নতুন ফিচার নিয়ে রোজই হাজির হয় জনপ্রিয় এই মেসেজিং সাইট। অনেকদিন ধরেই নতুন কিছু ফিচার যোগ করায় কাজ করছিল হোয়াটসঅ্যাপ।

এবার সেই ফিচারগুলো হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। ভিডিও কলিং: হোয়াটসঅ্যাপ বেশ কিছুদিন আগেই ভয়েস কল চালু করেছিল। এবার আরও সুবিধা যুক্ত হয়েছে। ম্যাসেজিং সাইট আর শুধুমাত্র ম্যাসেজ করার জন্য থাকল না। অনায়াসেই এবার হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কলিং করতে পারবেন।

এবার যেকোনও কিউআর কোর্ডের মাধ্যমে গ্রুপে যোগ হওয়া যাবে। পাশাপাশি কিউআর কোড স্ক্যানও করা যাবে। শুধু ম্যাসেজের রিপ্লাই নয়, মিস কলেরও ব্যাক করা যাবে। ডকুমেন্ট শেয়ারের পাশাপাশি এবার জিপ ফাইলও শেয়ার করতে পারবেন হোয়াটস অ্যাপে।