English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১২:২২

বাজারে আসছে 'শাওমি এমআই ম্যাক্স স্মার্টফোন'

অনলাইন ডেস্ক
বাজারে আসছে 'শাওমি এমআই ম্যাক্স স্মার্টফোন'

এ সপ্তাহে এমআই ম্যাক্স নামের একটি স্মার্টফোন বাজারে ছাড়তে যাচ্ছে লেটিকম কোম্পানি শাওমি। অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে স্ন্যাপড্রাগন ৬৫০ মডেলের প্রসেসর এবং ৬.৪ ইঞ্চি আকারের ১০৮০পি স্ক্রিন ব্যবহার করেছে চীনা স্মার্টফোন নির্মাতা এই প্রতিষ্ঠান।

আগামীকাল মঙ্গলবার (১০ মে) এশিয়ার বাজারে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। 

এমআই ম্যাক্স ৬.৪ ইঞ্চি আকারের প্রথম ফোন নয়। তবে এর আকারকে ‘নিশ্চিতভাবে আলাদা’ বলে বিবেচনা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

কালো, সাদা আর সোনালি রঙে বাজারে আসবে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির এমআই ম্যাক্স। এর ব্যাটারি আধা ঘন্টায় ৮৩ শতাংশ চার্জ হবে দাবি প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলোর।

২ জিবি র‌্যাম ও ৩ জিবি র‌্যামের দুটি সংস্করণে বাজারে আসবে ফোনটি। এর ২ জিবি র‌্যাম সংস্করণে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৩ জিবি র‌্যাম সংস্করণে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা মিলবে। এছাড়াও এতে থাকবে ২০০ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড যোগ করার সুবিধা।

ফোনটির মাল্টিটাচ ফিচারযুক্ত ডিসপ্লে সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস ৪ ব্যবহার করা হয়েছে। এতে আরও থাকবে ডুয়াল এলইডি ফ্ল্যাশ, টাচ ফোকাস, ফেইস ডিটেকশন, প্যানোরামা আর এইচডিআর ফিচার সমৃদ্ধ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। সূত্র- দ্য ভার্জ, অ্যান্ড্রয়েড অথরিটি ও দ্য মোবাইল ইন্ডিয়ান।