English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ১৩:১১

সাইকেল উড়বে আকাশে!

অনলাইন ডেস্ক
সাইকেল উড়বে আকাশে!
উড়ন্ত সাইকেল

সাইকেল মাটিতে চল এই স্বাভাবিক বিষয়। তবে আকাশেও যে সাইকেল চালানো যায় তা হয়তো অনেকেরই জানা ছিল না। সেই কথাটাই সবাইকে জানিয়ে দিলেন তেল-গ্যাসের পাইপ মেরামতকারী কলিন ফার্জ। ঘরে বসেই তিনি তৈরি করেছেন একটি হোভারবাইক।

হোভারবাইক দেখতে মূলত সাইকেলের মতো হলেও এর দুই প্রান্তে থাকে দুটি পাখা। মাটিতে চড়ার পরিবর্তে হোভরবাইক চলে ভূমি থেকে অনেকখানি উপর দিয়ে। বলা যায়, মাটিতে পা পড়ে না তার! গত কয়েক সপ্তাহ ধরে নিজের ধরে নিজের বাগানে বসে এটি তৈরি করেছেন কলিন।

এখন পর্যন্ত খুব একটা উঁচুতে উঠতে পারে না কলিনের এই নতুন যান। তবে এতেই খুশি সে। এই প্রথম উড়ন্ত কিছু একটা উদ্ভাবন করতে পেরেছেন এতেই আনন্দ তার। ভবিষ্যতে এটাকে আরো উন্নত করতে চান কলিন। আসুন দেখি কলিনের উড়ন্ত সাইকেল ভিডিও