English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৬:৩২

হৃদস্পন্দন পর্যবেক্ষণ সহায়তায় অ্যাপ

অনলাইন ডেস্ক
হৃদস্পন্দন পর্যবেক্ষণ সহায়তায় অ্যাপ
হৃদস্পন্দনের সমস্যা রয়েছে কেবল তাদেরই জন্য স্মার্টফোনের অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই রোগী তার হৃদস্পন্দন পর্যবেক্ষণ রাখবেন। এবং এ অ্যাপে ১৪ দিনের  হৃদস্পন্দন পর্যবেক্ষণ রাখা যাবে।
 
ইতিমধ্যেই বিশেষজ্ঞরা পরীক্ষামূলকভাবে রোগীর হৃদস্পন্দন পর্যবেক্ষণে অ্যালিভকোর হার্ট মনিটর স্মার্টফোন অ্যাপটি ব্যবহার করেছেন।
 
এ বিষয়ে নিউ ইয়র্কের বাফেলোর এক ইউনিভার্সিটির প্রফেসর অ্যানে কার্টিস জানান, হৃদস্পন্দন মনিটরের জন্যে এই অ্যাপটি কেমন কাজ করছে তা পরীক্ষা করা হয়েছে। হৃদস্পন্দনের সমস্যা রয়েছে এমন সব রোগীদের জন্য অ্যাপটি অনেক গ্রহণযোগ্য হবে।
 
এটার যে শুধু ভালো দিক রয়েছে তা নয়। এর মন্দ দিকও রয়েছে এই প্রযুক্তি ব্যবহারে। সেটা হলো কার্ডিয়াক রোগীদের অ্যাপ সংশ্লিষ্ট কিছু যন্ত্রপাতি ২-৪ সপ্তাহ পর্যন্ত পরে থাকতে হবে। মনিটরের কাজে ত্বকে লাগাতে হবে ইলেকট্রো কার্ডিওগ্রাফিক ইলেকট্রোডস। এটা কিছুটা অস্বস্তিকর। এরপর রোগীকে একটি যন্ত্র লাগাতে হবে যা ইলেকট্রোডসের সঙ্গে যুক্ত করতে হবে। সাধারণত বাড়ির সবার সামনে এটি পরতে চান না কোনো মানুষ।  
 
সান ফ্রান্সিসকোত অনুষ্ঠিত হার্ট রিদম সোসাইটির (এইচআরএস)-এর বার্ষিক সভায় গবেষণাপত্রটি তুলে ধরা হয়। সূত্র: গেজেটস ডটএনডিটিভি