English Version
আপডেট : ৬ মে, ২০১৬ ১৬:৪২

অ্যাপলকে হারিয়ে শীর্ষস্থানে স্যামসাং

অনলাইন ডেস্ক
অ্যাপলকে হারিয়ে শীর্ষস্থানে স্যামসাং
যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাপলকে হটিয়ে আবারও শীর্ষস্থানে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। প্রায় ১১ মাস পর এ শীর্ষস্থানে ফিরেছে স্যামসাং। গত বছরের এপ্রিলে অ্যাপলের কাছে শীর্ষস্থান হারায় স্যামসাং। সূত্র গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট।
 
গবেষণা প্রতিষ্ঠানটির তথ্য মতে, গত মার্চে যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাংয়ের অবস্থান ছিল ২৮.৮০ শতাংশ। যেখানে অ্যাপলের অবস্থান ২৩ শতাংশ। ফলে দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে অ্যাপল। গত বছরে বাজারে আসে স্যামসাং গ্যালাক্সি এস৬। সেই স্মার্টফোনের তুলনায় গ্যালাক্সি এস৭ তুলনামূলক ভালো সাড়া ফেলেছে।
 
স্যামসাং এবং অ্যাপলের পরই যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে এলজি। যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে এলজির দখলে রয়েছে ১৭.১ শতাংশ। গত মার্চে বাজারে আসে এলজি জি৫ ফ্ল্যাগশিপ। ডিভাইসটি বাজারে প্রচুর সাড়া ফেলে। এর জন্যই এলজি ভাল অবস্থানে পৌঁছে গেছে।    
 
যুক্তরাষ্ট্রের বাজারে এখন চতুর্থ অবস্থানে রয়েছে জেডটিই। বাজারের ৪.৫ শতাংশ স্থান দখল করে রেখেছে অ্যালকাটেল, অবস্থান ৫ম। এরপরে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে চীনের আরেক প্রতিষ্ঠান হুয়াওয়ে।