English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ২০:১৯

ইনস্টাগ্রামের ইতিহাসে জনি সর্বকনিষ্ঠ হ্যাকার

অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামের ইতিহাসে জনি সর্বকনিষ্ঠ হ্যাকার

ইনস্টাগ্রামের ইতিহাসে ‘বাগ বাউন্টি’ পুরস্কার পাওয়া সর্বকনিষ্ঠ হ্যাকার এখন জনি। ইনস্টাগ্রামের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে জনি  (১০) পুরস্কার হিসেবে ফেসবুকের কাছ থেকে ১০ হাজার মার্কিন ডলার পেয়েছেন। ফেসবুকের 'বাগ বাউন্টি' অফারের আওতায় এই পুরস্কার দেওয়া হয়।  

১৩ বছর বয়স না হলে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা যায় না। উপযুক্ত বয়স না হওয়া সত্ত্বেও সাইটটির একটি ত্রুটি বের করে ফিনল্যান্ডের শিশু জনি। এ ত্রুটির সুযোগ নিয়ে অন্যের করা কমেন্ট মুছে দিতে সমর্থ হয় জনি। জনি ইনস্টাগ্রামের নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়ে ই-মেলের মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরীক্ষা দেয়। এই পরীক্ষায় ইনস্টাগ্রামের এক পোস্ট ডিলিট করে দেখায়। ফিনল্যান্ডের হেলসিনকি অঞ্চলের জেনিকে ইনস্টাগ্রামের প্রকৌশলীরা একটি পরীক্ষমূলক অ্যকাউন্ট ব্যবহার করে তার তত্ত্ব প্রমাণ করতে দিলে তাতে সফল হয় সে।
ফেসবুকের মালিকানাধীন সাইটটির এ ত্রুটি সঙ্গে সঙ্গেই ঠিক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর পরই জনির হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। ইনস্টাগ্রামের ইতিহাসে ‘বাগ বাউন্টি’ পুরস্কার পাওয়া সর্বকনিষ্ঠ হ্যাকার এখন জনি। প্রাপ্ত অর্থ দিয়ে নিজের জন্য বাইক, ফুটবল সরঞ্জাম ও ভাইয়ের জন্য কম্পিউটার কেনার ইচ্ছা প্রকাশ করে জনি। ফেসবুক তাদের বাগ বাউন্টি প্রোগ্রামের আওতায় যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম ডিজিটাল অবকাঠামোতে বাগ এবং ত্রুটি বের করে দেয় প্রতিষ্ঠানটি তাদের পুরস্কৃত করে থাকে। শুধু ফেসবুকের নিরাপত্তা ত্রুটি নয়; মার্ক জাকারবার্গের অধিকৃত অন্যান্য সেবার নিরাপত্তা ত্রুটি খুঁজে দিলেও এই পুরস্কার দেওয়া হয়। ২০১১ সাল থেকে এ পর্যন্ত ‘বাগ বাউন্টি’দের ৪ দশমিক ৩ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠান। জনি জানায়, সে যেকোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট মুছে দিতে পারে। এই ত্রুটি দিয়ে সে জাস্টিন বিবারের কমেন্টও মুছে ফেলতে পারবে।