English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ১৩:২৫

বাংলালিংক বাজারে আনল ৩১৯০ টাকায় থিজি স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক
বাংলালিংক বাজারে আনল ৩১৯০ টাকায় থিজি স্মার্টফোন

দেড় হাজার টাকার ডাটা প্যাকসহ মাত্র তিন হাজার ১৯০ টাকায় তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত সিম্ফোনি রোয়ার ই৭৯ মডেলের স্মার্টফোন বাজারে উন্মুক্ত করেছে বাংলালিংক। এই বান্ডেলে থাকছে ৩ মাসে মোট ৬ জিবি ইন্টারনেট ব্যবহারের সুবিধা।

অফারের প্রথম মাসে গ্রাহকরা পাবেন বিনামূল্যে ২ জিবি ইন্টারনেট ব্যবহার সুবিধা, যার মেয়াদ ৩০ দিন। চমৎকার এই স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি স্ক্রিন, ২এমপি ও ০.৩ এমপি ক্যামেরা, ৪ জিবি রম, ৫১২ মেগাবাইট র্যাম, ১,৪০০ এমএএইচ ব্যাটারি এবং ডুয়েল কোর প্রসেসর।     জানাগেছে, যে কোনো বর্তমান বা নতুন প্রিপেইড, কল এন্ড কন্ট্রোল এবং পোস্টপেইড গ্রাহকরা এই ১,৫০০ টাকা মূল্যের আকর্ষণীয় ইন্টারনেট বান্ডেল অফারটি উপভোগ করতে পারবেন। গ্রাহকরা এসএমএস দিয়ে এই বান্ডেল অফারটি নিতে পারবেন। এজন্য গ্রাহকদের “roar79” লিখে ৪৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

সম্প্রতি বাংলালিংকের গুলশান কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্মার্টফোনটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ, হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, ডিভাইস ম্যানেজার শিবলী সাদিক, সিম্ফোনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক ও এজিএম মো. শিহাব উদ্দিন চৌধুরী।

এ বিষয়ে সিম্ফোনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক বলেন, “আমরা সব সময়ই গ্রাহক চাহিদা মেটানোর জন্য টেকসই ও সাশ্রয়ী মূল্যের থ্রিজি স্মার্টফোন বাজারে নিয়ে আসি। আমরা আশা করি গ্রাহক চাহিদা মেটাতে সক্ষম হবে নতুন স্মার্টফোন।   বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ বলেন, “স্মার্টফোন অ্যাডাপ্টেশনের মাধ্যমে আরো বেশি মানুষকে ডিজিটাল জগতে নিয়ে আসতে এবং গ্রাহকদের আরো সেবা পৌঁছে দিতে বাংলালিংক সব সময় কাজ করছে। সিম্ফোনির সঙ্গে আকর্ষণীয় ডাটা বান্ডেলসহ একটি সাশ্রয়ী স্মার্টফোন আনতে পেরে আমরা আনন্দিত।