English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ১৯:২৪

কিউবি সক্রিয় হলেই পাবে বকেয়ার ৫০% ছাড়

অনলাইন ডেস্ক
কিউবি সক্রিয় হলেই পাবে বকেয়ার ৫০% ছাড়
নিষ্ক্রিয় কিউবি ব্যবহারকারী সক্রিয় হলেই পাবেন আগের সব বকেয়ার ৫০ শতাংশ ছাড়। পাশাপাশি নতুনসহ ফিরে আসা গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় প্যাকেজ। সম্পতি ‘চারণব্যাক’ ক্যাম্পেইনের এই ঘোষণা দেন কিউবি।
 
ঘোষণা অনুযায়ী, শুধুমাত্র কিউবি স্টোরে ফিরে আসা গ্রাহকদের পুনরায় নিজেদের নিবন্ধনের আওতায় নিয়ে আসতে পারবেন। তারা তাদের সকল বকেয়ায় ৫০ শতাংশ মূল্যছাড় উপভোগ করতে পারবেন। আর প্রিপেইড ব্যবহারকারীরা কোন ফি ছাড়াই মাসিক প্যাকেজে নিজেদের বদলে নিতে পারবেন।
 
গ্রাহকের জন্য বরাদ্দ ভলিউম শেষ হয়ে গেলেও সংযোগ সক্রিয় থাকবে এবং ২৫৬ কেপিবিএস গতিতে কাজ করবে। ব্যবহারকারীরা যারা এই সংযোগ ব্যাবহার হরবে না তারা নিকটস্থ কিউবি স্টোরে ডিভাইসটি ফেরত দিয়ে দিতে পারেন যদি এটি বাইব্যাক এর জন্য উপযুক্ত হয়।
 
কিউবির প্রোডাক্ট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স ম্যানেজার জোনায়েদ আবদুল্লাহ বলেন, এই অফারের মাধ্যমে আমাদের গ্রাহকেরা আগের থেকে জোরালো এবং বেশি সময় ধরে সংযোগ ব্যবহার করতে পারবে। যারা কখনো এই প্রাণবন্ত খেলার মাঠের অংশ ছিলেন অথবা হতে চান, তাদের সকলের জন্য আমাদের এই অফার প্রযোজ্য।
 
জোনায়েদ কিউবির বিভিন্ন প্যাকেজগুলো বিষয়ে বলেন, সকল কিউবি  গ্রাহক উন্নত গতি ও ভলিউম সম্পন্ন বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজের মধ্য থেকে একটি বেছে নিতে পারবেন। নতুন প্যাকেজগুলোর মধ্যে রয়েছে প্রতি মাসেে এক হাজার টাকায় ৩০ জিবি ভলিউমের সাথে ১ এমবিপিএস গতি। দেড় হাজার টাকায় রয়েছে ৪৫ জিবি  ১এমবিপিএস গতিতে অথবা ৩০ জিবি ২ এমবিপিএস গতিতে।
 
দুই হাজার টাকায় রয়েছে ৭৫ জিবি  ১ এমবিপিএস গতিতে অথবা  ৫০ জিবি ২ এমবিপিএস গতিতে অথবা ৩৫ জিবি ৪ এমবিপিএস গতিতে। আড়াই হাজার টাকা গ্রাহকদের দেয়  ৮০ জিবি  ২ এমবিপিএস গতিতে অথবা  ৫৫ জিবি  ৪ এমবিপিএস গতিতে। এর চেয়েও বেশি দরকার হলে তিন হাজার টাকায় পাওয়া যাবে ৮৫ জিবি ভলিউম ৪ এমবিপিএস গতিতে অথবা  চার হাজার টাকায় পাবেন ১০০জিবি  ৪ এমবিপিএস গতিসম্পন্ন।