স্মার্টফোনে পাবে আবহাওয়া নির্ভর অ্যাপ
অনলাইন ডেস্ক

সবকিছুই দিন দিন স্মার্টফোন নির্ভর হয়ে পড়ছে। তেমনি এখন স্মার্টফোনে চলে এসেছে আবহাওয়া সংক্রান্ত কিছু অ্যাপ। যার মধ্যে কিছু অ্যাপ বেশ চমক দেখিয়েছে। পৃথিবীর প্রায় সব শহরের আবহাওয়া সম্পর্কে সঠিক পূর্বাভাস পাওয়া যাবে এই অ্যাপে। তাহলে জেনে নিন এ রকম কিছু অ্যাপ সম্পর্কে।
ওয়েদার আন্ডারগ্রাউন্ড অ্যাপটির অ্যানড্রয়েড ও আইওএস দুটি সংস্করণই রয়েছে। প্রথমে ইনস্টল করার সময় আপনার অবস্থান সম্পর্কে জিপিএসের মাধ্যমে জেনে নেবে অ্যাপটি। এ ছাড়া শহরের নাম লিখে সার্চ দিলে বা জিপ কোড লিখলেও ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করে তাকে প্রতি মুহূর্তের আবহাওয়ার আপডেট দেবে অ্যাপটি। আগামী কয়েক ঘণ্টা বা কয়েকদিনের তাপমাত্রা কত থাকতে পারে, তার একটি পূর্বাভাস থাকবে। এ ছাড়া বিশ্বের যে কোনো শহরের আবহাওয়ার খবরও জানতে পারবেন অ্যাপটি থেকে।
দ্য ওয়েদার চ্যানেল অ্যাপটিও আবহাওয়ার খবর জানাবে। তবে এর মূল মেন্যুতে আপনার শহরের বর্তমান তাপমাত্রার সঙ্গে থাকবে একটি ছবি। স্ক্রল করে নিচে গেলেই পাবেন বাতাসে আর্দ্রতার পরিমাণ। এ ছাড়া আছে বিগত ১০ দিন ও আগামী ১০ দিনের আবহাওয়ার খবর। আর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকে আপনার এলাকায় বা এর আশপাশে, তাহলে অ্যাপটি ‘সিভিয়ার অ্যালার্ট’-এর মাধ্যমে আপনাকে তা জানিয়ে সতর্ক করে দেবে।
ইয়াহু ওয়েদার অ্যাপল ডিভাইসে প্রিলোডেড অবস্থায় পাওয়া যায় ইয়াহু ওয়েদার অ্যাপটি। তবে অ্যাপ স্টোরে থেকে ইয়াহু ওয়েদার অ্যাপটি ডাউনলোড করে নিলে বাড়তি কিছু সুবিধা পাওয়া যায়। অ্যাপটি ইনস্টল করে চালু করার পরপরই দেখা যাবে প্রতিদিনের নোটিফিকেশন পাওয়ার সুবিধা রয়েছে অ্যাপটিতে। এটি এনাবেল করে নিলে প্রতিদিন সকালেই আপনি সেদিনের আবহাওয়ার প্রতিবেদনটি পেয়ে যাবেন।
আক্কু ওয়েদার আবহাওয়ার খবর জানার জন্য এটিও খুব কাজের অ্যাপ। এই অ্যাপের বিশেষত্ব হয়েছে এটি বিশেষ সময় নির্ধারণ করে দিতে পারে। যেমন ঠিক কয়টায় বৃষ্টি হবে সে তথ্য জানায় অ্যাপটি। তবে সব সময় তা নির্ভুল না হলেও বেশির ভাগ সময়ই সঠিক তথ্য পাওয়া যায় অ্যাপটি থেকে।
বাতাসের বেগ, বাইরের তাপমাত্রা এসব কিছুর খবর জানাবে মাই রাডার অ্যাপটি। সেই সঙ্গে প্রতি ঘণ্টার আবহাওয়ার আপডেট জানাবে। এ ছাড়া অন্যান্য সুবিধা তো থাকছেই। এই অ্যাপটিও রাডার থেকে তথ্য সংগ্রহ করে। ফলে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস সম্পর্কে জানাতে পারে।