English Version
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৬ ১৫:৫৭

স্মার্ট এনেছে নতুন রাউটার

অনলাইন ডেস্ক
স্মার্ট এনেছে নতুন রাউটার

স্মার্ট টেকনোলজিস (বিডি) বাজারে নিয়ে এসেছে নেটিস ব্রান্ডের ডব্লিউএফ২৪১১ মডেলের ওয়্যারলেস রাউটার।

সিঙ্গেল এন্টেনার এই রাউটারটিতে রয়েছে ৫ ডিবিআই ক্যাপাসিটি এন্টেনা। স্পিড ১৫০ এমবিপিএস। রাউটারটিতে স্পেশাল আইপি টিভি ফাংশন থাকায় ইন্টারনেটে খুব স্পষ্টভাবে টিভি দেখা যাবে।

এই রাউটারটি হোম ইউজার এবং ক্ষুদ্র ও ক্ষুদ্রমাঝারি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত কার্যকর। এক ওয়ারেন্টিসহ মূল্য ১৪০০ টাকা।