English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ১৩:০০

বিশ্ববাজারে ভাটা অ্যাপল ডিভাইসের

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে ভাটা অ্যাপল ডিভাইসের
বিশ্ববাজারে অ্যাপলের সব ধরনের ডিভাইসের বিক্রি হারে কমে গেছে। ফলে প্রযুক্তি জায়ান্টের মুনাফায় ব্যাপক পতন হয়েছে।  চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করেছে কোম্পানিটি।
 
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলের মুনাফা হয়েছিল ৫০.৬ বিলিয়ন ডলার (৫ হাজার ৬০ কোটি)। যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.৫ বিলিয়ন (৭৫০ কোটি) ডলার কম।
 
গত বছর এমনকি এ বছরের প্রথম প্রান্তিকের তুলনায়ও অ্যাপলের আইফোন, আইপ্যাড ও ম্যাকের ব্যাপকহারে বিক্রি কমেছে। তবে প্রকাশিত প্রতিবেদনের বেহাল চিত্রে চিন্তিত নন অ্যাপলের প্রধান নির্বাহী অফিসার টিম কুক। তিনি এক বার্তায় সন্তোষ প্রকাশ করে বলেন, সামষ্টিক অর্থনীতিতে কঠিন প্রবাহের মধ্যেও আমরা অনেক ভালো করছি। আর সেবার ক্ষেত্রে অব্যাহত প্রবৃদ্ধিতে আমরা খুশি।
 
মুনাফা কমে যাওয়ার এ ধারাবাহিকতা চলতে থাকলে এবছরের তৃতীয় প্রান্তিকে তা ৪১-৪৩ বিলিয়ন ডলারে ঠেকতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।