English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ১১:০১

ক্যাবল সংযোগ ছাড়াই চলবে টিভি

অনলাইন ডেস্ক
ক্যাবল সংযোগ ছাড়াই চলবে টিভি

দেশজুড়ে ২৪ ঘণ্টায় চালু হচ্ছে বেক্সিমকোর রিয়েল ভিউ। ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) প্রযুক্তির মাধ্যমে ক্যাবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট থেকে সরাসরি টেলিভিশন দেখার সেবা চালু করছে বেক্সিমকোর কমিউনিকেশন।

কোম্পানি সূত্রে, সংযোগ পেতে প্রতি গ্রাহককে মাসে গুণতে হবে মাত্র ৩০০ টাকা। এর বিনিময়ে দেশি-বিদেশি মিলিয়ে ১০৫টির মতো চ্যানেল দেখা যাবে। এর মধ্যে থাকবে ১০০টি এসডি চ্যানেল ও ৫টি এইচডি চ্যানেল।

একটি মাত্র প্যাকেজের মধ্যে থাকছে বাংলা, হিন্দি ও ইংরেজি মিলিয়ে ৩৮টি বিনোদন ভিত্তিক চ্যানেল, ৭টি জনপ্রিয় খেলার চ্যানেল, ৯টি মুভি চ্যানেল, ১৪টি দেশি-বিদেশি সংবাদ চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি ও ডিসকভারিসহ ১১টি ইনফরমেটিভ চ্যানেল, ৪টি ধর্মীয় চ্যানেল, ৫টি শিশুদের চ্যানেল।

এছাড়া প্রধান আন্তর্জাতিক সব চ্যানেলসহ বিশ্বের বিচিত্র সব টিভি চ্যানেল।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এ সেবা পেতে একটি সেট টপবক্স এবং ডিশ অ্যান্টেনার প্রয়োজন হবে। ইন্সটলেশন এবং মূল্য পরিশোধের পরই গ্রাহক ডিটিএইচ সেবা উপভোগ করতে পারবেন।

এই সেবা দর্শকদের টিভি দেখার অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনবে বলে মনে করছে কোম্পানিটি। তারা বলছে, সর্বাধুনিক এ প্রযুক্তির চ্যানেলগুলোর ছবি ও শব্দ হবে আরও আকর্ষণীয়।

শুরুতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে এ সেবা চালু করলেও ধীরে ধীরে দেশব্যাপী এই সেবা ছড়িয়ে দেওয়া হবে।