English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১২:২৬

জেনে নিন ফ্রি ওয়াইফাই আছে এমন বাস

অনলাইন ডেস্ক
জেনে নিন ফ্রি ওয়াইফাই আছে এমন বাস

রবি আজিয়াটা লিমিটেড স্বল্প পাল্লার ও দূর পাল্লার ১০০টি বাসে ফ্রি ওয়াইফাই চালু করলো। স্বল্প দূরত্বের মধ্যে ঢাকা শহরের ৫৫টি বাসে ফ্রি ওয়াইফাই সুবিধা পাওয়া যাবে। এসব বাসের মধ্যে আছে ভিআইপি ২৭এর ৩০টি বাস। এই বাসের রুট আজিমপুর টু শিববাড়ি।   অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ২৫টি বাসে ওয়াইফাই সুবিধা উপভোগ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দূর পাল্লার ৪৫টি বাসেও পাওয়া যাবে রবির ওয়াইফাই সুবিধা। এসব বাসের রুট ঢাকা টু চট্টগ্রাম। এসব বাসের মধ্যে আছে দেশ ট্রাভেলসের ১৫টি বাস, সেন্ট মার্টিন পরিবহনের ৪টি বাস, রিলাক্স পরিবহনের ৫টি বাস, হানিফ পরিবহনের ১১টি বাস, শ্যামলী পরিবহনের ৬টি বাস, রয়েল পরিবহনের ২টি বাস এবং টিউব লাইনের ২টি বাস। এসব বাসের ভ্রমণের সময় বিনামূল্যে ওয়াইফাই উপভোগ করতে পারবেন যাত্রীরা।