English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ২০:৫৩

এখন থেকে মেসেঞ্জারেই গ্রুপ কলিং

অনলাইন ডেস্ক
এখন থেকে মেসেঞ্জারেই গ্রুপ কলিং

 

ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে চালু হয়েছে গ্রুপ কলিংয়ের সুবিধা। মেসেঞ্জার ব্যবহারকারীরা এখন থেকে একাধিক মানুষের সঙ্গে কথা বলতে পারবেন। কয়েকদিন আগে জনপ্রিয় ভিডিও চ্যাটিং অ্যাপ স্কাইপে একই ধরনের সুবিধা চালু হয়েছে। এছাড়াও লাইন ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপেও এই সুবিধাটি পাওয়া যাচ্ছে।

বুধবার ফেইসবুকের মালিকানাধীন মেসেঞ্জার ঘোষণা দিয়েছে, তাদের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের অ্যাপে এই সেবাটি চালু করা হয়েছে। এখন থেকে ম্যাসেঞ্জারে একসঙ্গে ৫০ জন পর্যন্ত মানুষের সঙ্গে কথা বলা যাবে।  এজন্য অ্যাপটি আপডেট বা নতুন করে ইন্সটল করে নিতে হবে।

অ্যাপে মেসেঞ্জারের গ্রুপ কনভারসেশনের উপরে নতুন একটি আইকন তৈরি করা হয়েছে। যেটি দিয়ে গ্রুপ কলিং করা যাবে। কল দেয়ার সময় ব্যবহারকারী দেখতে পারবেন কার কার সঙ্গে কথা বলছেন বা তার কথাগুলো গ্রুপে থাকা কে কে শুনতে পারছে।

চলতি বছরের জানুয়ারি থেকে ফেইসবুক মেসেঞ্জারে ভিডিও ও ভয়েস কল করার সুবিধা পাচ্ছেন বাংলাদেশি ব্যবহারকারীরা। এর আগে সেবাটি বিশ্বের শুধু ১৮টি দেশে চালু ছিল। জানুয়ারির পর থেকে সারাবিশ্বে সেবাটি উন্মুক্ত করে দেয়া হয়েছে।