English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১২:০৮

গুগলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

অনলাইন ডেস্ক
গুগলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
গুগলের হেড অফিস ফাইল ফটো

জনপ্রিয় সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করার আবারও অভিযোগ  এনেছে ইউরোপিয়ন ইউনিয়ন। এবার গুগলের মালিকানাধীন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে ক্ষমতা অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এর আগে গুগলের সার্চ ইঞ্জিনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিল ইউরোপিয় ইউনিয়ন। সে সময় বলা হয়েছিল গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে নিজেদের পণ্য ও সেবার প্রসার ঘটিয়েছে।

ইউরোপিয়ন কমিশন এক বিবৃতিতে গুগলের বিরুদ্ধে এই অভিযোগটি তুলেছে। বিবৃতি বলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে ক্ষমতার অপব্যবহার করেছে গুগল। অনেক প্রতিষ্ঠান বাধ্য হয়ে তাদের ফোনে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহার করছে।

ইউরোপিয় ইউনিয়নের কম্পিটিশন কমিশনার মার্গারেথে ভেস্টেজার বলেন, গুগল ইউরোপিয় ইউনিয়নের আইন ভঙ্গ করেছে। প্রতিষ্ঠানটি প্রতিদ্বন্দ্বী ও ভোক্তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও অ্যান্ড্রয়েডের কিছু নিজস্ব অ্যাপ ও ফিচার মোবাইল ফোনে আপলোড করতে বাধ্য করছে।

তিনি বলেন, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গুগলকে ১২ সপ্তাহ সময় বেঁধে দেয়া হয়েছে। এর মধ্যে গুগল দোষ স্বীকার করে জরিমানা দিয়ে অভিযোগ থেকে মুক্তি পেতে পারে।

অপরদিকে, গুগলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট কেন্ট ওয়ালকার বলেছেন, গুগল ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে চলতে চায়।