English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ১২:০৭

গুগল সিইও’র একবছরের বেতন ৭৭৮ কোটি টাকা!

অনলাইন ডেস্ক
গুগল সিইও’র একবছরের বেতন ৭৭৮ কোটি টাকা!
সুন্দর পিচাই ফাইল ফটো

গুগলের প্রধান নির্বাহী ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই। বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া মানুষের মধ্যে একজন তিনি। শুধু তা-ই নয়, কাজের স্বীকৃতি হিসেবে তিনি গত বছর যে পরিমাণ অর্থ গুগল থেকে পেয়েছেন, তা শুনলে মাথা ঘুরে উঠতে পারে। কারণ, এই সংখ্যাটা হলো ১০০ মিলিয়ন ডলার বা ৭৭৮ কোটি টাকার বেশি।

২০১৫ সালে সুন্দর পিচাই মোট ১০০ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বেতন পেয়েছেন। অথচ গুগলের অভিভাবক সংস্থা অ্যালফাবেট ইনকরপোরেশনের নির্বাহী চেয়ারম্যান এরিক ই স্মিডটের এ অঙ্কটা কমে দাঁড়িয়েছে আট মিলিয়ন ডলারে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাবে দেখা গেছে, সুন্দর পিচাইয়ের মূল বেতন ছয় লাখ ৫২ হাজার ৫০০ মার্কিন ডলার।

গত বছরের আগস্টে কোম্পানি পুনর্গঠনের সময় অ্যালফাবেট ইনকরপোরেশন গুগলের প্রধান নির্বাহী হিসেবে সুন্দর পিচাইকে নিয়োগ দেয়।