English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১৮:৫৩

সারাদেশে ইন্টারনেট সেবা দিবে রবি

অনলাইন ডেস্ক
সারাদেশে ইন্টারনেট সেবা দিবে রবি

ওয়াইফাই হট স্পটের মাধ্যমে দেশজুড়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে মোবাইলফোন অপারেটর রবি।

মঙ্গলবার ১৯ এপ্রিল, ২০১৬ (মঙ্গলবার) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে রবি। 

ঘোষণা অনুসারে, প্রকল্পটির আওতায় আগামী ছয় মাসে ৫০০টি শীর্ষস্থানীয় রেস্তোরা, ক্যাফে ও রিটেইল আউটলেট, ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০ টি পাবলিক প্লেস, ৩৫০ টি বাস-ট্যাক্সি-ট্রেনে উচ্চগতির ওয়াইফাই সেবা প্রদান করবে অপারেটরটি।

যেসব গ্রাহকরা কমপক্ষে ১ জিবি’র মোবাইল ইন্টারনেট প্যাক কিনেছেন তারা এই ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। বাস, ট্যাক্সি ও ট্রেনে ওয়াইফাই ব্যবহার উপযোগী মোবাইল ফোন থাকলে যে কেউ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে ওয়াইফাই’র জন্য বিভিন্ন ডাটা বান্ডেল অফার প্রদান করবে রবি। 

ওয়াইফাই হট স্পট স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য আমরা, অ্যাকসেসটেল, কিউবি’র সাথে চুক্তিবদ্ধ হয়েছে আজিয়াটার বাংলাদেশি এই অপারেটর। বাস ও ট্রেনে ওয়াইফাই স্থাপনের জন্য চুক্তি হয়েছে কোলেস এর সাথে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম, এমপি। অনুষ্ঠানে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে এবং চিফ কর্পোরেট ও পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন ওয়াইফাই হটস্পট স্থাপনের জন্য সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।