English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১২:৪৪

নিরাপত্তার জন্য টুইটার প্রধান পেলেন প্রায় ৬৯ হাজার ডলার

অনলাইন ডেস্ক
নিরাপত্তার জন্য টুইটার প্রধান পেলেন প্রায় ৬৯ হাজার ডলার
জ্যাক ডরসি ফাইল ফটো

ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেয়ার পর গত এক বছরে কোনো বেতনভাতাদি নেননি জ্যাক ডরসি। তবে ব্যক্তিগত ও আবাসিক নিরাপত্তার জন্য ৬৮ হাজার ৫০৬ ডলার নিয়েছেন।   তার পূর্বসূরি ডিক কস্টোলো টুইটারের কাছ থেকে ৯১ হাজার ৭৯৫ ডলার পেয়েছিলেন। এর মধ্যে মাসিক বেতন, গাড়ি সেবা ও নিরাপত্তা ব্যয় যুক্ত ছিলো। ৯১ হাজার ৭৯৫ ডলারের মধ্যে মাসিক বেতন হিসেবে ৭ হাজার ১৬২ ডলার পেয়েছিলেন কস্টোলো।   বিশ্বজুড়ে বর্তমানে টুইটারের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটিরও বেশি। চলতি বছরের চতুর্থ প্রান্তিকেই (অক্টোবর-ডিসেম্বর) ব্যবহারকারীরর এই সংখ্যা সাড়ে ৩০ কোটি ছাড়িয়ে যাবে বলেই মনে করছে মাইক্রো ব্লগিং সাইটটি।