English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৬ ১৬:৫০

নিউজ সেকশন চালু করবে ফেসবুক

অনলাইন ডেস্ক
নিউজ সেকশন চালু করবে ফেসবুক
নিউজ সেকশন নামে সম্পূর্ণ নতুন একটি বিভাগ চালু হচ্ছে স্মার্টফোন ফেসবুক অ্যাপে। এই সুবিধা পাওয়া যাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনে। সম্প্রতি সংবাদমাধ্যম ম্যাশাবল টেক বিভাগকে এ তথ্য নিশ্চিত করেছে ফেসবুক।
 
নতুন সেকশনের এই নিউজ ফিড পরীক্ষা-নিরীক্ষা করছে ফেসবুক। তবে কতদিন নাগাদ এটি ফেসবুকে যুক্ত হবে তা ফেসবুকের পক্ষ থেকে এখনও পরিস্কারভাবে জানানো হয়নি।
 
টুইটারে শুক্রবার ফেসবুকের নিউজ ফিডের নতুন ‘লে আউটে’র স্ক্রিনশট দেখা যায়। নতুন লে আউটে কিছু নতুন বিষয় যেমন- বিশ্ব, যুক্তরাষ্ট্র, খেলাধুলা এবং খাদ্য দেখা গেছে।
 
এ প্রসঙ্গে ফেসবুকের এক মুখপাত্র বলেন, মানুষ ফেসবুকে নিজের পছন্দের বিষয়গুলো অপশন আকারে দেখতে চায়। যাতে একবার বাটন চেপেই সহজে নিজের পছন্দের খবরগুলো পেয়ে যায় তারা। সেজন্যই বিভিন্ন বিষয় নির্বাচন করে নিউজফিডে নতুন ধরণের ‘লে আউট’ নিয়ে কাজ করছি আমরা।
 
প্রতিবেদনে বলা হয়, নতুন ‘লে আউটে’র মাধ্যমে টুইটার বা গুগল নিউজে না ঢুকে খবর দেখতে ফেসবুকে ঢুকবে ব্যবহারকারীরা। ফেসবুক পেপারের মতো দেখতে বিভাগটি এর আগে শুধুমাত্র আইওএস’র জন্য তৈরি করা হয়েছিল।