English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ১১:৪৫

এসার বাজারে আনলো নতুন স্মার্টফোন লিকুইড এম৩৩০

অনলাইন ডেস্ক
এসার বাজারে আনলো নতুন স্মার্টফোন লিকুইড এম৩৩০
এসার লিকুইড সিরিজের নতুন স্মার্টফোন এসার লিকুইড এম৩৩০

চীনের স্মার্টফোন সির্মাতা এসার লিকুইড সিরিজের নতুন স্মার্টফোন এসার লিকুইড এম৩৩০ বাজারে এনেছে।৯৯.৯৯ ডলারের স্মার্টফোনটিতে প্রাথমিকভাবে মাইক্রোসফট স্টোর ও অনলাইন স্টোরে পাওয়া যাবে।

উইন্ডোজ ১০ মোবাইল অপারেটিং সিস্টেমের স্মার্টফোনটিতে রয়েছে ৪.৫ ইঞ্চি এফডবিলউভিজিএ ডিসপ্লে,যার রেজ্যুলেশন ৮৫৪*৪৮০ পিক্সেল। রয়েছে ১.১ গিগাহার্জ কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর।

১গিগাবাইট র‌্যাম এবং ৮গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজের স্মার্টফোনটিতে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমরি বাড়ানোর সুযোগও রয়েছে।

২০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ ফোনটির পেছনে ৫ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা রয়েছে। সংযোগ হিসেবে রয়েছে ফোরজি এলটিই,থ্রিজি,ওয়াইফাই,ব্লুটুথ ও জিপিএস।