English Version
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৬ ১৫:২৩

নতুন প্যাকেজিংয়ে স্যামসাং

অনলাইন ডেস্ক
নতুন প্যাকেজিংয়ে স্যামসাং
প্রথমবারের মতো বাংলাদেশে স্যামসাং হ্যান্ডসেট সম্পূর্ণ নতুন প্যাকেজিংয়ে এসেছে। এমন দাবী করেন স্যামসাং প্রতিষ্ঠানটি।
 
জানা যায়, এই প্যাকেজিংয়ের রঙ ও নকশা বাঙালীদের নববর্ষ উৎসবের আমেজকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকরা সত্যিকারভাবেই এ উৎসবকে উপভোগ করতে পারেন, সেজন্য ‘বৈশাখী থিম’ আনা হয়েছে।
 
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, বাংলাদেশে পহেলা বৈশাখ সাংস্কৃতিক মেলবন্ধনের একটি উৎকৃষ্ট উদাহরণ। আসন্ন বছরকে স্বাগত জানাতে সকল স্তরের মানুষ এই দিবস উদযাপন করে।
 
স্যামসাংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। পাশাপাশি সবার জন্য মঙ্গলও কামনা করছি।
 
তিনি আরও বলেন, বাঙালী ঐতিহ্য ও অনুপ্রেরণায় স্যামসাং মোবাইল বাংলাদেশ গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেছে এবং নববর্ষ উপলক্ষে স্যামসাং স্টোরগুলোকে সাজিয়েছে নতুন রঙে।