English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১৮:৩৫

ভিডিও- ড্রপবক্স চালু ফেসবুকে

অনলাইন ডেস্ক
ভিডিও- ড্রপবক্স চালু ফেসবুকে
প্রতিনিয়তই মডার্ন ফিচার যোগ হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে। এরই ধারাবাহিকতায় এবার ‘ভিডিও চ্যাট হেড’ এবং ‘ড্রপবক্স’ ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি।
 
নতুন ফিচার ভিডিও চ্যাট হেড ব্যবহারের সময় মোবাইল ডিভাইসে বৃত্তাকার স্ক্রিন হিসেবে হাজির হবে। এটি ব্যবহারকারীদের মাল্টি-টাস্ক এবং ভিডিও চ্যাট করার সুযোগ দিবে। এখন থেকে ব্যবহারকারীরা ভাসমান বৃত্তাকার হেডটিকে স্ক্রিনে যেখানে খুশি রেখে দিতে পারবে। 
 
নতুন এ আপডেটটি শুধু অ্যান্ড্রয়েড প্লাটফর্মে পাওয়া যাবে। তবে আইওএস প্লাটফর্মে এটি কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে কোনো কিছু জানায়নি ফেসবুক।
 
এদিকে, ড্রপবক্স ফিচারও চালু করা হয়েছে ফেসবুক মেসেঞ্জারে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ছবি, ভিডিও এবং ফাইল শেয়ার করতে পারবে। মেসেঞ্জার অ্যাপের মোর বাটনে ক্লিক করলে এখন ব্যবহারকারীরা ড্রপবক্সের আইকন দেখতে পাবে।