English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ১০:৫৮

স্মার্টওয়াচ ব্যবহারে সাবধান

অনলাইন ডেস্ক
স্মার্টওয়াচ ব্যবহারে সাবধান

তরুণ-তরুণীদের হাতে হাতে এখন শোভা পায় স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচ আপনাকে আরও বেশি স্টাইলিশ এবং স্মার্ট করলেও হাড়ির খবর ফাঁস হবার ঝুঁকি রয়েছে। সাধের স্মার্টওয়াচটি আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

স্মার্ট ওয়াচ থেকে আপনার ব্যবহৃত তথ্য খুব সহজেই হ্যাক করতে পারে হ্যাকাররা, এমনটাই দাবি করেছেন একদল গবেষক। তারা জানান, স্মার্ট ওয়াচের মোশন সেন্সর দিয়ে একজন হ্যাকার খুব সহজেই স্মার্ট ওয়াচ ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করতে পারবেন। গবেষণায় উঠে এসেছে, একটি রেগুলার কিবোর্ড (ল্যাপটপ অথবা ডেস্কটপ) থেকে খুব সহজেই স্মার্ট ওয়াচে ব্যবহৃত তথ্যাদির যাবতীয় নথি পাওয়া সম্ভব।

অ্যাক্সিলোমিটার এবং গ্যারিস্কোপ সিগনাল, হাতে থাকা স্মার্ট ওয়াচের মাইক্রো মোশন গুলিকে অ্যাক্সেস করতে পারে এবং সেগুলি থেকে ইংরেজি অক্ষরে সমস্ত নথি একজন হ্যাকারের কাছে পৌঁছে যায়।

গবেষণার জন্য স্যামসাং স্মার্ট ওয়াচকে নমুনা হিসেবে বেছে নেওয়া হলেও অ্যাপল ও ফিটবিট স্মার্ট ওয়াচের ক্ষেত্রেও একই ধরণের সমস্যার সম্মুখীন হতে পারেন একজন স্মার্ট ওয়াচ ব্যবহারকারী। তাই স্মার্টওয়াচ ব্যবহারের ক্ষেত্রে সাবধান হোন।খবর:প্যাসিফিক.ডি।