English Version
আপডেট : ৯ এপ্রিল, ২০১৬ ২১:১৭

ফেসবুকে ব্যক্তিগত পোস্ট শেয়ার কমিয়ে দিয়েছে

অনলাইন ডেস্ক
ফেসবুকে ব্যক্তিগত পোস্ট শেয়ার কমিয়ে দিয়েছে
মানুষজন তাদের সম্পর্ক, বাচ্চা-কাচ্চার ছবি পোস্ট করবে এটাই কাম্য ছিল ফেসবুক কর্তৃপক্ষের। কিন্তু ধীরে ধীরে মানুষজন ফেসবুকে ব্যক্তিগত পোস্ট শেয়ার করা কমিয়ে দিচ্ছে। এখন বেশিরভাগ মানুষই ব্যক্তিগত চিন্তা, অনুভূতি, মুহূর্ত শেয়ার করা বাদ দিয়ে ভিডিও বা ওয়েব লিঙ্ক শেয়ার করে থাকে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত পোস্ট নিয়ে ফেসবুকের ঘরোয়া নামকরণ ‘অরিজিনাল ব্রডকাস্ট শেয়ারিং’ গত বছরের তুলনায় ১৫ শতাংশ কমে যায়। এ সঙ্কট নিরসনে ‘ওয়ান দিস ডে’ (এই দিনে) নামে একটি স্মৃতিচারণমূলক ফিচার যুক্ত করে তা পূরণের চেষ্টা করে ফেসবুক। তাছাড়া ফেসবুক ইউজাররা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কী পোস্ট দিচ্ছেন তা যাতে মানুষের মাঝে গুরুত্ব পায় তার জন্য নিউজ ফিড অ্যালগরিদমও পরিবর্তন করেছে ফেসবুক।
 
প্রতিবেদনে আরও বলা হয়, প্রতি সপ্তাহে মাত্র ৩৯% ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে ‘অরিজিনাল কন্টেন্ট’ পোস্ট দিয়ে থাকেন। এমতাবস্থায় সঙ্কট কাটাতে ‘লাইভ ভিডিও’ সবার জন্য উন্মুক্ত করল ফেসবুক। এটি খুব শীঘ্রই ইউজার সহায়ক এবং ফেসবুকের প্রধান অ্যাপগুলোতে চলে আসবে। খবর- টেক ইনসাইডার