English Version
আপডেট : ৯ এপ্রিল, ২০১৬ ২১:১০

হ্যাকাথন লড়াইয়ে চ্যাম্পিয়ন বিইউবিটি

অনলাইন ডেস্ক
হ্যাকাথন লড়াইয়ে চ্যাম্পিয়ন বিইউবিটি
টেকসই উন্নয়ন অর্জনে নির্বাচিত ১০ বিষয় নিয়ে টানা ৩৬ ঘণ্টার উদ্ভাবনী লড়াই করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। তারা কাজ করেছে কৃষি উৎপাদন নিয়ে।
 
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত জাতীয় হ্যাকাথন ২০১৬ থেকে বেরিয়ে এসেছে কিছু উদ্ভাবনী প্রকল্প।
 
প্রতিযোগিতাটিতে নির্বাচিত ১০ বিষয় ছিল- কৃষি উৎপাদন, নবজাতক ও শিশু, সড়ক দুর্ঘটনা, শিক্ষায় মানসম্মত শিক্ষক, নারীর বিরুদ্ধে সহিংসতা, জ্বালানি সক্ষমতা, শহরের পরিবেশ, টেকসই পর্যটন, সামুদ্রিক সম্পদ ও দুর্নীতি। এ ১০ লক্ষ্য অর্জন ও জাতীয় সমস্যার প্রযুক্তিভিত্তিক সমাধানের জন্য লড়েছে প্রোগ্রামাররা।
 
এছাড়াও নবজাতক ও শিশু নিয়ে কাজ করে বিজয়ী হয়েছে অ্যাপসোল নামের দল। টিম ফেলোশিপ সড়ক দুর্ঘটনা, বুয়েট এক্সন শিক্ষায় মানসম্মত শিক্ষক, কোড ব্রেকার নারীর বিরুদ্ধে সহিংসতা, টেকনো লাইফ জ্বালানি সক্ষমতা, গ্রাফিক পিপল শহরের পরিবেশ, ড্রয়েড ডিগার টেকসই পর্যটন, কোড ব্রেকার সামুদ্রিক সম্পদ এবং টিম হেয়াক্সন দুর্নীতি নিয়ে সমাধান দিয়ে সেরা ১০ মধ্যে স্থান করে নিযেছে।
 
চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকার আর্থিক পুরস্কার ছাড়াও মোবাইল অপারেটর বাংলালিংক ও ফেসবুকের পক্ষ থেকে জিতে নিয়েছে পুরস্কার। নগদ পুরস্কার ছাড়াও নির্বাচিত ১০ উদ্ভাবনী ধারণাকে কাজে লাগাতে বিজয়ীদের সহায়তা দেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মোবাইল অপারেটর বাংলালিংক ও ফেসবুক।