English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ১৭:৪২

গোল্ডবার্গের সার্ভিস সেন্টার কারওয়ান বাজারে চালু

অনলাইন ডেস্ক
গোল্ডবার্গের সার্ভিস সেন্টার কারওয়ান বাজারে চালু
 
রাজধানীর কারওয়ান বাজারের প্রধান কার্যালয়ে সার্ভিস সেন্টার (ইয়োর কেয়ার) চালু করেছে দেশের স্থানীয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড গোল্ডবার্গ। এসময়ে গোল্ডবার্গের নতুন লোগোও উন্মোচন করা হযেছে।
 
বুধবার (৬ এপ্রিল) বিকেলে গোল্ডবার্গের নিজস্ব ভবন খান সন্স সেন্টারের সপ্তম তলায় এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন খান সন্স গ্রুপের চেয়ারম্যান একেএম আজিজুর রহমান খান।
 
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি একেএম আজিজুর রহমান খান বলেন, গোল্ডবার্গ সারা দেশে ১৪টি ইয়োর কেয়ার সেন্টারের মাধ্যমে গ্রাহক সেবা দিচ্ছে।  এসব সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকরা প্রয়োজনীয় সেবা গ্রহণ  করতে পারছেন। চার্জার এবং ব্যাটারি সংক্রান্ত কোনো সমস্যার তাৎক্ষণিক সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ওয়ারেন্টি শেষ হওয়ার পরেও বিনামূল্যে সার্ভিস এবং শুধুমাত্র পার্স ক্রয়ের মূল্য রাখা হচ্ছে। আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোল্ডবার্গের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান খান, প্রধান বিক্রয় কর্মকর্তা রাসেল আহমেদ, সার্ভিস বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, চীনা প্রতিনিধি রোসে দাদা প্রমুখ।