English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ১৭:২৩

উদ্ভাবনে বিশ্ব জয়ের সলিউশন পাব: পলক

অনলাইন ডেস্ক
উদ্ভাবনে বিশ্ব জয়ের সলিউশন পাব: পলক
 
হ্যাকাথনে প্রযুক্তিভিত্তিক জাতীয় সমস্যার সমাধানের জন্য আজ থেকে টানা ৩৬ ঘন্টা উদ্ভাবনে লড়বেন তরুণ প্রোগ্রামাররা। এই লড়াইয়ের মধ্যদিয়ে আগামী দিনের জন্য বিশ্ব জয় করার মতো প্রোডাক্ট ও সলিউশন পাব।
 
বুধবার (৬ এপ্রিল) মিরপুরের পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি বিশ্বের কার্টারের রিপোর্ট বা মেকাঞ্চির রিপোর্টের দিকে তাকাই তাহলে দেখবো এই মুহূর্তে বিশ্বের দশটি ডিজরাফটিভ টেকনোলজি পৃথিবীকে পরিবর্তন করছে। আবার প্রযুক্তি বিশ্বে বিগত ১০ বছরে যে পরিবর্তন এসেছে তা অতীতের ১০ হাজার বছরেও এমন উন্নয়ন হয়নি। এটা একটা যুগান্তকারী ইতিহাস।
 
প্রোগ্রামারদের উদ্দেশে পলক বলেন, আমরা কি এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবো না অংশীদার হবো? আমি জানি আপনারাই পারবেন পৃথিবীকে নতুন কিছু উপহার দিতে। নতুন নতুন উদ্ভাবন দিয়ে দেশের প্রযুক্তিকে পরিবর্তন করতে।
 
প্রতিমন্ত্রী বলেন, আমরা ১৯৫২ সালে ভাষা আন্দোলন করে জয়ী হয়েছি। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আন্দোলন করে স্বাধীনতা অর্জন করেছি। আমরা এ প্রযুক্তির যুদ্ধেও মেধা দিয়ে বিশ্বকে জয় করতে চাই। এ যুদ্ধেও আমরা জয়ী হবো।
 
তিনি আরও বলেন, আজ সারা বাংলাদেশ থেকে প্রায় দুই হাজার তরুণ প্রোগ্রামার, ফ্রিল্যান্সার, শিক্ষার্থী, অ্যাপ নির্মাতা ও ওয়েব ডেভোলপারা এখানে এসেছেন। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে নির্বাচিত ১০টি বিষয় নিয়ে জাতীয় সমস্যার প্রযুক্তিভিত্তিক সমাধানের জন্য অাপনারা এখানে।
 
নির্বাচিত বিষয়গুলো- কৃষি উৎপাদন, নবজাতক ও শিশু, সড়ক দুর্ঘটনা, শিক্ষায় মানসম্মত শিক্ষক, নারীর বিরুদ্ধে সহিংসতা, জ্বালানি সক্ষমতা, শহরের পরিবেশ, টেকসই পর্যটন, সামুদ্রিক সম্পদ ও দুর্নীতি এগুলো নিয়ে কাজ করবেন আপনারা। 
 
প্রতিযোগীদের স্বপ্ন পূরণের সহায়তা বিষয়ে পলক বলেন, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলালিংক, ফেসবুক ও কিউবি আমরা শুধু আপনাদের স্বপ্ন পূরণে সহায়তা করছি। আমরা চাই আপনাদের নতুন উদ্ভাবন দিয়ে বিশ্বকে জয় করুন। দেশের প্রযুক্তিকে বদলে দিন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস, ফেসবুক ও কিউবির প্রতিনিধিবৃন্দ।