English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ০২:৪৯

ওয়েস্ট ইন্ডিজ- ইংল্যান্ড ফাইনাল ম্যাচ নিয়ে গুগল ডুডল

অনলাইন ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ- ইংল্যান্ড ফাইনাল ম্যাচ নিয়ে গুগল ডুডল
ফাইনাল ম্যাচ উপলক্ষে গুগল ডুডল

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের ফাইনাল উপলক্ষে নতুন গুগল ডুডল তৈরি করেছে গুগল। এর আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড প্রথম এবং  ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উপলক্ষেও গুগল ডুডল তৈরি করেছিলো।

আজ রোববার (৩ এপ্রিল) কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে ক্রিকেটের জনক ইংল্যান্ড বনাম বহু দীপ রাষ্ট্র নিয়ে গঠিত ক্রিকেট টিম ‘ওয়েস্ট ইন্ডিজের’ মধ্যকার টি-টোয়েটি বিশ্বকাপের ফাইনাল। এই ম্যাচের মধ্যদিয়ে পর্দা নামবে বহুল আলোচিত, সমালোচিত এবং রোমাঞ্চকর ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনের উন্মাদনা।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে স্বাগতিক ভারতকে হারিয়ে ফাইনালের টিকেট পায় একবারের টি-টোয়ন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে নিউজিল্যান্ড উড়িয়ে দিয়ে ইংল্যান্ডও ফাইনাল নিশ্চিত করে। তারা এই ট্রপিতে চুমু খেয়েছে একবারই।

এবারের  টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নিয়েছে। বাছাই পর্ব থেকে বাংলাদেশ ও আফগানিস্তান উর্ত্তীর্ণ হয় সুপার টেনে। বাকি আট দল সরাসরি সুপার টেনে খেলে।