English Version
আপডেট : ১ এপ্রিল, ২০১৬ ১০:৫১

নতুন টেক্সট ফরম্যাট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক
নতুন টেক্সট ফরম্যাট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

জনপ্রিয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আরো নতুন আপডেট নিয়ে আসছে। ইমোজি-তে নতুন সংযোজন তো হয়েছেই। এবার হোয়াটসঅ্যাপ-এ টেক্সট করা যাবে বোল্ড, ইতালিক বা স্ট্রাইকথ্রু ফরম্যাটে।

খুব শিগগিরই এই সুবিধা চালু হতে যাচ্ছে এই জনপ্রিয় মেসেঞ্জারে। লেখার সময়ই অপশন থাকবে বোল্ড, ইটালিক বা স্ট্রাইকথ্রু করার।

সেখানে টাচ করলেই লেখা নিজের মতো পরিবর্তন করে নেওয়া যাবে। আবার কোনো মেসেজ বোল্ড, ইতালিক দুটোই করতে চাইলে, সে অপশনও থাকবে হোয়াটসঅ্যাপে। আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বয়ংক্রিয় ভাবেই এই আপডেট হয়ে যাবে হোয়াটসঅ্যাপে।