English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ১৭:৫৯

নাসার হ্যাকাথন প্রতিযোগিতা নিবন্ধন শেষ কাল

নিজস্ব প্রতিবেদক
নাসার হ্যাকাথন প্রতিযোগিতা নিবন্ধন শেষ কাল
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’-এর আঞ্চলিক পর্বে একক বা দলবদ্ধভাবে নিবন্ধনের মাধ্যমে যেকেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। নিবন্ধনের শেষ তারিখ আগামী বুধবার।
 
আগ্রহীরা এই তারিখের মধ্যে http://studentsforum.basis.org.bd ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবে।
 
দ্বিতীয়বারের মতো বাংলাদেশে প্রতিযোগিতাটি আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস)। এবারের প্রতিযোগিতায় বিমান চালনাবিদ্যা, মহাকাশ স্টেশন, সৌরজগৎ, তথ্যপ্রযুক্তি, পৃথিবী ও মঙ্গলগ্রহে যাওয়ার বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান করবেন প্রতিযোগীরা।
 
আগামী মাসে দেশের তিনটি শহরে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে এর আয়োজন করা হয়েছে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবেন। বিশ্বের ১৭০টিরও বেশি নগরীর মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বড় পরিসরে আগামী ২২ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।
 
এই আয়োজন প্রত্যক্ষভাবে দেখতে নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতার কর্মকর্তারা বাংলাদেশে আসবেন। এই প্রতিযোগিতা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে দেশব্যাপী বেসিস স্টুডেন্টস ফোরাম ৬৪টি জেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার আয়োজন করছে। 
 
এবারের প্রতিযোগিতায় সহযোগিতায় রয়েছে বেসিস স্টুডেন্টস ফোরাম ও ক্লাউডক্যাম্প বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করছে বাগডুম ডটকম, পিবাজার ডটকম ওপিপলএনটেক। এছাড়া অ্যাকাডেমিক পার্টনার হিসেবে থাকছে রাজশাহী ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি।