English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৯:২৩

দশ লক্ষ্য প্রোগ্রামারা লড়বেন

নিজস্ব প্রতিবেদক
দশ লক্ষ্য  প্রোগ্রামারা লড়বেন
জাতিসংঘের টেকসই উন্নয়ন পরিকল্পনার (এসডিজি) নির্বাচিত ১০টি লক্ষ্য অর্জনে দেশের প্রোগ্রামারা প্রতিযোগিতায় লড়বেন। মিরপুরের পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশ হলে আগামী ৬ ও ৭ এপ্রিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টানা ৩৬ ঘণ্টা কাজের মাধ্যমে নতুন উদ্ভাবনে অংশ নেবেন তারা। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দ্বিতীয়বারের মতো প্রোগামারদের নিয়ে এ আয়োজন করেছে।
 
বাংলালিংক মূল হ্যাকাথন আয়োজনে সহযোগিতা ছাড়াও বিজয়ীদের জন্য নগদ অর্থ, বিভিন্ন ডিভাইস ও হ্যাকাথন চলাকালে অংশগ্রহণকারীদের নানা ধরনের পুরস্কার দেবে। এছাড়াও বাংলালিংক সামাজিক যোগাযোগ মাধ্যমেও হ্যাকাথন নিয়ে প্রচারণা চালাবে।
 
সারা দেশের সেরা ডেভেলপার, ইউএক্স ডিজাইনার, মোবাইল অ্যাপ ডেভেলপার, সফটওয়্যার নির্মাতারা একত্রিত হবে বছরের বড় এই কোডিং ফেস্টিভালে। সেরা উদ্ভাবনগুলো বাস্তবায়নের জন্য আইসিটি বিভাগ ভবিষ্যতে সরাসরি পৃষ্ঠপোষকতা করবে। এবার ৫৫৩টি দলের ৩ হাজারের বেশি অংশগ্রহণকারী জাতীয় হ্যাকাথনে অংশগ্রহণের জন্য আবেদন করেছে। যার মধ্যে নির্বাচিত ২৫০টি দল চূড়ান্তভাবে অংশগ্রহণের সুযোগ পাবেন।