English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১৯:১৫

নতুন ডিজাইনে এসেছে গ্যালাক্সি

অনলাইন ডেস্ক
নতুন ডিজাইনে এসেছে গ্যালাক্সি
সম্পূর্ণ নতুন ডিজাইনের গ্যালাক্সি এ৫ এবং এ৭ ডিভাইস বাজারে নিয়ে এসেছে স্যামসাং মোবাইল। এই নতুন দুটি গ্যালাক্সি ডিভাইস ২০১৬ এডিশন। গ্রাহকরা এখন স্যামসাংয়ে অনুমোদিত স্টোরগুলো থেকে ৬টি সহজ কিস্তিতে (ইএমআই) ডিভাইসগুলো কেনার সুবিধাও উপভোগ করতে পারবেন। 
 
মেটাল এবং গ্লাসের তৈরি এ ডিভাইস গুলোতে রয়েছে মাত্র ২.৭ মি.মি বেজেল। নতুন গ্যালাক্সি এ৫ এবং এ৭ ২০১৬ এডিশনে রয়েছে যথাক্রমে ৫.২ ইঞ্চি এবং ৫.৫ ইঞ্চি ডিসপ্লে এবং ডিভাইসগুলোর পুরুত্ব মাত্র ৭.৩ মি.মি।
 
ডিভাইসগুলোর অক্টা কোর প্রসেসর দেবে আগের চেয়েও বেশি কার্যক্ষমতা। শুধু তাই নয়, ডিভাইসগুলো ৪জি এলটিই ক্যাট ৬ সমৃদ্ধ। গ্যালাক্সি এ৫ এবং এ৭ ডিভাইসে রয়েছে এফ ১.৯ অ্যাপারচারসহ কুইক লঞ্চ, উজ্জ্বল ফটোগ্রাফি, ওয়াইড সেলফি, পাম সেলফি, ও আইএস এবং বিউটিফাইং ইফেক্টসহ ক্যামেরা।
 
ডিভাইসগুলোর ফিংগার প্রিন্ট স্ক্যানার এবং নক্স নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারকারীকে দিচ্ছে সুরক্ষিত যোগাযোগের নিশ্চয়তা। এবারের এডিশনে ২ হাজার ৯০০ অ্যাম্পিয়ার (এ৫) এবং ৩ হাজার ৩০০ অ্যাম্পিয়ার (এ৭) ব্যাটারি থাকছে। একই সঙ্গে ডিভাইস দুটিতে আরও থাকছে দ্রুত চার্জিং সুবিধা।  ডিভাইসগুলোর স্মার্ট ম্যানেজার এবং দ্রুত চার্জিং সুবিধা ফ্যাশন আগ্রহীদের জীবনকে আরও স্বাচ্ছন্দময় করবে।
 
এ৫ ২০১৬ এডিশনের দাম ৩৯ হাজার ৯০০টাকা এবং এ৭ এর দাম পড়বে ৪৪ হাজার ৯০০টাকা। বাজারে এখন কালো এবং সোনালি এ দুটি রঙে এ৫ এবং এ৭ ডিভাইস পাওয়া যাচ্ছে।