English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১৯:০৮

ডিলেট ফাইল পাবেন সফওয়্যারে

অনলাইন ডেস্ক
ডিলেট ফাইল পাবেন সফওয়্যারে
আপনার পিসি থেকে গুরুত্বপূর্ণ ফাইল (অডিও, ভিডিও, ছবি, ডকুমেন্ট) ডিলেট হয়ে গেছে। বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করে সেগুলো রিকভার করার চেষ্টা করছেন।
 
কিন্তু ভিডিওগুলো রিকভার করা গেলেও তা দেখা যাচ্ছে না। এমন সব সমস্যায় পরলে এখন আর চিন্তার কিছু নেই। এসব সমস্যার সমাধান করতে রয়েছে ‘EASEUS Data Recovery Wizard Professional’ নামের সফওয়্যার।
 
বর্তমানে পিসি ব্যবহারের জন্য এটি জনপ্রিয় ও শক্তিশালী একটি ডাটা রিকভারি সফওয়্যার। সফওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার হার্ডডিস্ক, পেনড্রাইপ, মেমরি কার্ড ইত্যাদি ডিলেট বা হারিয়ে যাওয়া ফাইল অতি সহজেই ফিরিয়ে আনতে পারবেন।
 
সফওয়্যারটি ডাউনলোড ও বিস্তারিত জানতে এ লিংঙ্কে ক্লিক করুন