English Version
আপডেট : ২৬ মার্চ, ২০১৬ ১৭:২৪

হ্যাকারদের পুরস্কৃত করবে ইউবার

নিজস্ব প্রতিবেদক
হ্যাকারদের পুরস্কৃত করবে ইউবার
হ্যাকারদের জন্য ১০ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করেছে অনলাইন ট্যাক্সি-ক্যাব সেবাদাতা প্রতিষ্ঠান ইউবার। প্রতিষ্ঠানটির নিরাপত্তা ত্রুটি ধরতে হ্যাকারদের জন্য এ পুরস্কার দেয়া হবে।
 
এর আগে সাইবার নিরাপত্তা জোরদার করতে  গুগল ১০০ ডলার থেকে ২০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দেয়।
 
ইউবারের ত্রুটি ধরতে হ্যাকারদের আগামী ১ মে থেকে ৯০ দিন সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে যে হ্যাকার কোনো ত্রুটি খুঁজে বের করে  ইউবারকে বোঝাতে সক্ষম হবে সেই পাবে এ পুরস্কার।
 
প্রতিষ্ঠানটি জানায়, ইউবা কোম্পানির অ্যাপ্লিকেশন কোডে কোনো সিরিয়াজ ত্রুটি পেলে উক্ত হ্যাকারকে ১০ হাজার ডলার দেয়া হবে। তাছাড়াও কেউ যে কোনো সাধারণ ত্রুটি বের করতে পারলে তাকেও দেয়া হবে ৫ হাজার ডলার। ইউবারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাইবার বিশেষজ্ঞরা।
 
তাদের ধারণা, এর ফলে প্রতিষ্ঠানটির  যে কোনো ত্রুটি থাকলে সেটি বের হয়ে আসবে। সূত্র: দ্য ভার্জ