English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ২০:৪৬

চীনে কাজ করতে চান জাকারবার্গ

নিজস্ব প্রতিবেদক
চীনে কাজ করতে চান জাকারবার্গ
চীনের সরকারি-বেসরকারি উভয় খাতে কাজ করতে চান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তাই দেশটির শীর্ষ স্থানীয় নেতাদের সাথে আলাপ করতে এক সংক্ষিপ্ত সফর করছেন তিনি। সাথে আছেন স্ত্রী প্রিসিলা চ্যানও।
 
সোমবার বিষয়টি নিয়ে জাকারবার্গ তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। একটা ছবির স্ট্যাটাসে তিনি লিখেছেন- আমি এখন চীনে অবস্থান করছি। এখানে চীনা ডেভলপমেন্ট ফোরামের নেতাদের সঙ্গে সরকারি-বেসরকারি খাতে কাজের জন্য একটি মিটিং আছে। আরেকটা স্ট্যাটাসে জাকারবার্গ লিখেছেন- এটা খুব ব্যস্ততাপূর্ণ একটি সফর। তারপরও আমি চীনের বিখ্যাত প্রাচীর এবং টেমপল অব হেভেন পরিদর্শন করেছি। আমি খুব শিগগির আবার চীনে আসতে চাই।