English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১৯:৪০

স্মার্টফোন গরম মানেই বিপদ নয়

নিজস্ব প্রতিবেদক
স্মার্টফোন গরম মানেই বিপদ নয়
মোবাইলে গেমস খেলা কিংবা ইন্টারনেট ব্যবহার। এমনকি বেশ কিছুক্ষণ কথা বললেই গরম হয়ে যাচ্ছে স্মার্টফোন। আর গরম হওয়া মানেই সাধের ফোনটি হঠাৎ হ্যাং হয়ে যাওয়া। কিছু কিছু সময়ে ফোনে চার্জ দেওয়ার সময়েও হ্যান্ডসেটটি গরম হয়ে যেতে পারে। 
 
আবার কম বেশি সব স্মার্টফোনই গরম হয়। আর গরম হওয়া মানেই বিপদ নয়। স্বাভাবিক ভাবে সব ফোনই কাজ করার সময় ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস গরম হয়। কিন্তু যদি স্ট্যান্ড বাই মোডেও ফোন এইরকম গরম হতে থাকে তবে বুঝতে হবে ফোনে কিছু সমস্যা হচ্ছে।
 
স্বাভাবিক নিয়মে গরম হবার কারণ- স্মার্টফোন মানেই প্রচুর পরিমাণে ইন্টারনেটের ব্যবহার। এই ইন্টারনেট ব্যবহারের সময় সব জায়গায় সমান সিগন্যাল পাওয়া না। যেখানে সিগন্যাল দুর্বল হয় সেখানে ফোনকে নেটওয়ার্ক পেতে বেশি কষ্ট করতে হয়। ফলে সহজেই ফোন গরম হয়ে যায়।
 
আবার প্রসেসরই হল ফোনের সবকিছু। স্মার্টফোনটি চালু রাখতে সবসময় চলতে থাকে প্রসেসর। প্রসেসর চলাকালীন তার ভেতরের ইলেক্ট্রনগুলোয় তাপ উৎপন্ন হয়। ফোন ব্যবহার না করলে সেই তাপ কম হয়। কিন্তু ফোন ব্যবহার করলে সেই তাপ বেশি উৎপন্ন হয় আর তখন গরম ফোনের বডিতে অনুভূত হয়। আর তাপ বেশি তৈরি হয় একটানা ডাউনলোড করলে।
 
যত দিন যাচ্ছে স্লিম হচ্ছে স্মার্টফোন। কিন্তু সেই তুলনায় উন্নত হচ্ছে না ব্যাটারি। ফলে ফোন চার্জ দেওয়ার সময় বা একটানা ব্যবহার হলে বেশি গরম হয়ে যাচ্ছে ব্যাটারি। সেই উষ্ণতা অনুভূত হচ্ছে ফোন বডিতেও।