English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৫:০৯

পুরাতন বিনিময়ে নতুন ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক
পুরাতন বিনিময়ে নতুন ল্যাপটপ
পুরাতন ল্যাপটপ দিয়ে নিন নতুন ল্যাপটপ। পুরাতন ল্যাপটপের বিনিময়ে নতুন ল্যাপটপ দেয়ার ঘোষণা দিয়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। 
 
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 'স্বাধীন অফার' নামের এ অফারটি শুরু হয়ছে ৭ মার্চ থেকে। চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
 
এ অফারটি চলাকালীন সচল যেকোনো পুরাতন ল্যাপটপ জমা দিয়ে স্টকে থাকা নতুন ল্যাপটপ নেয়া যাবে। নতুন ল্যাপটপটি সিস্টেমআই টেকনোলজিসের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নতুন ল্যাপটপের তালিকা থেকে পছন্দ করা যাবে।
 
পুরাতন ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী মূল্য নির্ধারণ করে নতুন ল্যাপটপের মূল্যের সাথে সমন্বয় করা হবে বলে এক সংবাদ বিজ্ঞতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সম্পর্কে বিস্তারিত জানাতে যেতে হবে- http://systemeye.nethttps://www.facebook.com/Systemeyebd/ এ ঠিকানায়।