English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৬ ১৫:১৫

লাভা বাজারে এনেছে সস্তা স্মার্টফোন

অনলাইন ডেস্ক
লাভা বাজারে এনেছে সস্তা স্মার্টফোন
নতুন বাজেট সাশ্রয়ী স্মার্টফোন ‘ফুয়েল এফ২’ বাজারে এনেছে ভারতীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লাভা। স্মার্টফোনটি ভারতের প্রযুক্তি বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে।
 
ডিভাইসটিতে রয়েছে ৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৮৫৪–৪৮০ পিক্সেল। এর পেছনে এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ও সেলফি তোলার জন্য রয়েছে ভিজিএ ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনটিতে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমরি রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমরি বাড়ানো যাবে।
 
ফুয়েল এফ২ তে রয়েছে ডুয়াল সিম সুবিধা। রয়েছে ১.৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর।  ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোনটিতে থ্রিজি নেটওয়ার্কসহ ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস সংযোগ রয়েছে।  ভারতের বাজারে ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৪৪ রুপি।