English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৬ ১৫:০৪

না ফেরার দেশে গেলেন ইমেইলের উদ্ভাবক টমলিনসন

অনলাইন ডেস্ক
না ফেরার দেশে গেলেন ইমেইলের উদ্ভাবক টমলিনসন
আর নেই ইমেইলের উদ্ভাবক ও মার্কিন কম্পিউটার ইঞ্জিনিয়ার রে টমলিনসন। আপনজনদের কাঁদিয়ে না ফেরার দেশে গেলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।
 
১৯৭১ সালে প্রথম ই-মেইলের মাধ্যমে ইলেক্ট্রনিক বার্তা আদান-প্রদানের বিষয়টি উদ্ভাবন করেন তিনি। এখন ই-মেইল ছাড়া আধুনিক বিশ্বের যোগাযোগ প্রায় অসম্ভব।
 
বোস্টনে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অবস্থায় তিনি প্রথম আধুনিক ইমেইল বার্তাটি পাঠান। বর্তমানে সব ধরনের ইমেইলের ক্ষেত্রে যে ‘@’ প্রতীকের ব্যবহার করা হয় তারও প্রচলন শুরু হয় টমলিনসনের মাধ্যমে। তিনি পরে বলেছিলেন, তার প্রথম ইমেইলে কি লেখা হয়েছিল সেটি তার আর স্মরণ নেই।