English Version
আপডেট : ৫ মার্চ, ২০১৬ ১৫:৪৪

ফেসবুক মালিকের সম্পদ এক বছরেই বেড়েছে ৮ বিলিয়ন

নিজস্ব প্রতিবেদক
ফেসবুক মালিকের সম্পদ এক বছরেই বেড়েছে ৮ বিলিয়ন

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের আয় গত বছর সবচেয়ে দ্রুত হারে বেড়েছে। ২০১৫ সালে তার সম্পদের পরিমাণ আট বিলিয়ন অর্থাৎ ৮০০ কোটি ডলার বেড়েছে। তার মোট সম্পদের পরিমাণ এখন ৩২ বিলিয়ন ডলার।

মাত্র ৩১ বছরের জাকারবার্গ ফোরবস ম্যাগাজিনের দেওয়া ধনীদের সর্বশেষ তালিকায় ছয় নম্বরে উঠে এসেছেন। তবে মাইক্রোসফটের বিল গেটস এখনও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। বিল গেটসের সম্পদের পরিমাণ ৫৩.৮ বিলিয়ন ডলার।

বিলিয়নারদের তালিকায় সর্বকনিষ্ঠ হচ্ছেন ১৯ বছরের তরুণী আলেক্সান্দ্রা অ্যান্ডারসন। তিনি নরওয়ের এক তামাক ব্যবসায়ীর উত্তরাধিকারী। বিশ্বে বিলিযওনেয়ারের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে- ৫৪০ জন। চীনে ২৫১ জন, জার্মানিতে ১২০ জন, রাশিয়ায় ৭৭ জন ও ব্রিটেনে ৫০ জন।