English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৬:৫৯

যেসব ফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যাবহার করা যাবে না

অনলাইন ডেস্ক
যেসব ফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যাবহার করা যাবে না

 

আগে হোয়াটসঅ্যাপ চালাতে টাকা দিতে হতো; সেটাও তো এখন ফ্রি করে দিয়েছে হোয়াটসঅ্যাপ।  এখন আপনি সম্পূর্ণ বিনামূল্যে মেসেজ আদান-প্রদান করতে পারবেন। শুধু ফোনে ইন্টারনেটটা থাকলেই হল। তাহলেই কোনও রকম একস্ট্রা খরচ ছাড়াই যোগাযোগ করা যাবে প্রিয়জনদের সঙ্গে। এরকমই একটা জনপ্রিয় মেসেজিং সাইট হোয়াটস অ্যাপ। তবে এবার থেকে সব ফোনে নাকি ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ!

ফেসবুকের অন্তর্গত মেসেজিং সার্ভিস হোয়াটস অ্যাপ ঘোষণা করেছে যে, এবার থেকে সব ফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। ব্ল্যাকবেরি, নোকিয়া এবং উইন্ডোজের কিছু ফোন এই সাইট সাপোর্ট করবে না।

মেসেজিং অ্যাপ্লিকেশন হিসেবে সারা বিশ্বে ১ বিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে হোয়াটসঅ্যাপের। কিন্তু কিছু সমস্যার জন্য কিছু অপারেটিং সিস্টেমের সঙ্গে সাপোর্ট করবে না এই হোয়াটসঅ্যাপ মেসেজিং সাইটটি। শুধু ব্ল্যাকবেরি বা নোকিয়াই নয়, অ্যান্ড্রয়েডের পুরনো ভার্সনেও সাপোর্ট করবে না হোয়াটসঅ্যাপ।