English Version
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৪৯

এই ছয়টি নিয়ম জানলে হ্যাক হবেনা পাসওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক
এই ছয়টি নিয়ম জানলে হ্যাক হবেনা পাসওয়ার্ড

 

স্মার্টফোন, কম্পিউটার, ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদি কত যন্ত্রই না আপনি ব্যাবহার করেন। সেসব যন্ত্রে আবার ফেসবুক, হোয়াটসএ্যাপ, ভাইবার, ট্যুইটার কতই না বাহারি এ্যাপ। কিন্তু এইসব একাউন্ট নিরাপদ তো? হ্যাক হলে কি করবেন? তার চাইতে যাতে হ্যাক না হয় সেই ব্যাবস্থা নিন।

১. পাসওয়ার্ড তৈরি করার সময় অত ভাববেন না। এলোমেলোভাবে পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ড যত এলোমেলো হবে ততই ভাল।ভুলে গেলে ইমেইল বা মোবাইল ভেরিফিকেশন করে ফেরত পান।

২.  লম্বা পাসওয়ার্ড বাছুন। অন্তত ১২টি ক্যারেক্টর নিয়ে পাসওয়ার্ড তৈরি করুন। নম্বর, স্পেশ্যাল ক্যারেক্টর, অক্ষর মিশিয়ে অভিনব পাসওয়ার্ড তৈরি করুন।

৩.  অনেকেই কিবোর্ডের বোতামগুলি পর পর টিপে পাসওয়ার্ড তৈরি করেন। তারা ভাবেন ডান দিক থেকে বাঁদিকে এলোমেলো ভাবে বোতামগুলির সাহায্যে পাসওয়ার্ড তৈরি করবেন। এ ভাবে পাসওয়ার্ড বানালে  সহজেই হ্যাকারদের খপ্পরে পড়বেন।

৪. শুরুতে বা শেষে বিস্ময়সূচক চিহ্ন বা ক্যাপিটেল লেটার লিখবেন না।

৫.  ইমেলে না লিখে রেখে সাদা কাগজে লিখে রাখুন পাসওয়ার্ড।

৬.  নিয়মিত পাল্টান পাসওয়ার্ড। আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড তৈরি করবেন না।

এই ছ’টি উপায় মেনে চললেই হবে কেল্লাফতে। সহজে যে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে পড়েবে না। অনলাইনে থাকুন নিরাপদ।