English Version
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৪৩

মহাকাশে তিয়ানগঙ ২ স্থাপন করবে চীন

অনলাইন ডেস্ক
মহাকাশে তিয়ানগঙ ২ স্থাপন করবে চীন

মহাকাশে দ্বিতীয় স্টেশন স্থাপনের পরিকল্পনা করছে চীন। মহাকাশ বিজ্ঞানীসহ স্টেশনটি চলতি বছরের যেকোনো সময় স্থাপন করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

রাষ্ট্রীয় ‘চায়না মেনড স্পেস এজেন্সি’ জানায়, ‘তিয়ানগঙ ২’ স্পেস ল্যাব নামে মহাকাশ স্টেশনটি চলতি বছরের জুনের পর যাত্রা শুরু করবে। পরবর্তীতে এর সঙ্গে যুক্ত হবে ‘শেনজু ১১’ মহাকাশযান। এরপর আগামী বছর ‘তিয়ানজু ১’ কার্গো শিপ ‘তিয়ানগঙ ২’ এর সঙ্গে যুক্ত হবে, যা জ্বালানি ও প্রয়োজনীয় জিনিস সরবরাহ করবে।

২০১১ সালে প্রথম মহাকাশ স্টেশন ‘তিয়ানগঙ ১’ পাঠায় চীন। ২০২২ সাল নাগাদ কক্ষপথে স্থায়ী মহাকাশ স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এছাড়া চলতি বছর মহাকাশে অন্তত ২০টি মিশনেরও পরিকল্পনা রয়েছে মহাকাশ গবেষণায় উদীয়মান শক্তির দেশটির।