English Version
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:২০

পকেটেই বিষ্ফোরিত হতে পারে ই-সিগারেট!

অনলাইন ডেস্ক
পকেটেই বিষ্ফোরিত হতে পারে ই-সিগারেট!
ধুমপান ছাড়ার চিন্তায় অনেকেই হাল আমলের ইলেক্ট্রিক সিগারেট দ্বারা ধুমপান করে থাকেন। কিন্তু জানেন কি এটা আপনার জন্য এক অন্য ধরনের বিপদ ডেকে আনতে পারে? যুক্তরাজ্যে সম্প্রতি এমনই একটা বিপদজনক বিষয় ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ভিডিওতে দেখা গেছে এক ব্যাক্তির ট্রাউজার্স এর পকেটে থাকা ই-সিগারেটের ব্যাটারি বিষ্ফোরিত হয়ে আগুন ধরে যায়! একটি পেট্রোল স্টেশনে রেকর্ড হওয়া ভিডিওটিতে আক্রান্ত ব্যাক্তি কাউন্টারের সামনে থেকে হঠাৎ চিৎকার করেউঠে। তার পকেট থেকে আগুনের ফুলকি বের হতে দেখা যায়! ব্যাক্তিটি হাত দিয়ে পকেটের আগুন নেভানোর চেষ্ঠা করতে করতে বাইরে ছুটে যান। তারপর পেট্রোল পাম্পের অন্য একজন কর্মী এসে অগ্নি নির্বাপক যন্ত্রের দ্বারা তার আগুন নিভিয়ে ফেলে। তার একটি পা পুড়ে যায় এবং তাকে হাসপাতালে নিতে হয়।