English Version
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৪৩

জোট বেধেছে লেইকা’র সঙ্গে

নিজস্ব প্রতিবেদক
জোট বেধেছে লেইকা’র সঙ্গে
স্মার্টফোন পছন্দ হওয়াটাই মুখ্য বিষয়, দামটা গৌণ। ডিভাইস পছন্দ হলে আর দাম নিয়ে ক’জন মাথা ঘামায়? এই সমীকরণ বুঝে চীনা হ্যান্ডসেট প্রস্তুককারক প্রতিষ্ঠান হুয়াওয়ে। আর সে কারণে তারা জোট বেধেছে ক্যামেরা প্রস্তুতকারক জার্মান প্রতিষ্ঠান ‘লেইকা’র সঙ্গে।
 
ফোন মানে তো আর শুধুই কথা বলা নয়। ফোন বর্তমানে অনেকটা পার্সোনাল সেক্রেটারি হয়ে উঠেছে। সেই এখন অনেক কাজ করে দেয় আমাদের। আর সেই সব কাজের মধ্যে অন্যতম বড় কাজ ছবি তুলে দেওয়া।
 
খারাপ লাগা বা ভাল লাগা মুহূর্তকে চিরদিনের জন্য ডিজিটাল আয়ু এনে দেয় মোবাইল ক্যামেরা। সেই সঙ্গে সেলফি তো আছেই।
 
ফোন কিনতে গেলে তাই সবার আগে দেখা হয় তার ক্যামেরা। রিয়ার বা ফ্রন্ট ক্যামেরা পছন্দ হলে তবেই ফোন কেনা হয়। আর স্মার্টফোন ফটোগ্রাফিকে আরও উন্নত করতে সম্মত হয়েছে হুয়াওয়ে-লেইকা।
 
বাজার বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠান দুটি জোটবদ্ধ হওয়ায় হুয়াওয়ের মোবাইলে লেইকার ক্যামেরা সংযুক্ত হবে। এতে স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ হবে।
 
জোটবদ্ধ হওয়ার ব্যাপারে হুয়াওয়ের পরিচালক এবং সিইও (কনজ্যুমার বিজি) রিচার্ড ইয়ু জানান, ‘ফটোগ্রাফি জগতে আমূল পরিবর্তন এনেছে লেইকা। এমন এক প্রতিষ্ঠানের সাথে জোটবদ্ধ হওয়ায় আমরা গর্বিত।’
 
মূলত যৌথভাবে স্মার্টফোন ফটোগ্রাফি-সংক্রান্ত গবেষণা, উন্নয়ন, ডিজাইন, স্মার্টফোন নির্মাণ, মতামত বিশ্লেষণ, বাজারজাতকরণ থেকে শুরু করে বিতরণের কাজ করতে জোটবদ্ধ হয়েছে হুয়াওয়ে-লেইকা। তবে প্রতিষ্ঠান দুটি কীভাবে কাজ করবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
 
তবে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলোর মতে, হুয়াওয়ের ভবিষ্যৎ হ্যান্ডসেটগুলোতে লেইকার অপটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হবে। সেজন্যই একাত্ম হয়েছে প্রতিষ্ঠান দুটি।