‘ডিজলাইক’ নয়, বিশ্বজুড়ে চালু হলো ‘ফেসবুক রিঅ্যাকশনস’

এই খবরে তো আনন্দিত না হবার কোন কারন নেই। বিশেষ করে যারা 'ডিজলাইক' বাটন চেয়েছেন। 'ডিজলাইক' বাটনটিকেই একটু ঘুরিয়ে 'ফেসবুক রিঅ্যাকশনস’ নামের প্রতিক্রিয়া জানানোর ফিচারটি গতকাল বুধবার থেকে বিশ্বব্যাপী চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। গত বছরের অক্টোবর মাসে মানুষের আবেগ প্রকাশের সাতটি প্রতিক্রিয়া জানানোর বাটন পরীক্ষামূলকভাবে চালু করেছিল ফেসবুক।
সম্প্রতি একটি ভিডিও ও ব্লগ পোস্টে নতুন বাটন সম্পর্কে তথ্য প্রকাশ করেছে ফেসবুক। ফেসবুকের ভাষ্য, লাইকের মতোই প্রতিক্রিয়া জানানোর যেকোনো বাটন ব্যবহার করা যাবে। এর আগে গত বছরে ফেসবুক ব্যবহারকারীদের মানসিক ভাবনা প্রকাশের জন্য ভালোবাসা, হাসি, সুখ, আশ্চর্য, মন খারাপ কিংবা রাগান্বিত—এ রকম আইকন যুক্ত করে ফেসবুক।
দীর্ঘদিন ধরে ফেসবুকে ‘ডিজলাইক’ বাটন চালুর বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে গত বছরের অক্টোবরে আয়ারল্যান্ড ও স্পেনের ফেসবুক ব্যবহারকারীদের অভিব্যক্তি প্রকাশের সুযোগ দেয় ফেসবুক। এজন্য স্মার্টফোনের ফেসবুক এ্যাপটিতে গিয়ে লাইক বাটনটি চেপে ধরতে হবে। তবেই বাদবাকী অপশনগুলি আপনার সামনে চলে আসবে।
ফেসবুকে ‘ডিজলাইক’ বাটন যুক্ত করার দাবী বহুদিনের। কিন্তু মার্ক জাকারবার্গ সবসময় পজেটিভ থাকার জন্যই সবাইকে অনুরোধ করেন। সেই সাথে তিনি বলেন, সব সময় মানুষের ভালো সময় যায় না। অনেক সময় সহমর্মিতা প্রকাশ করা লাগে। কিছু মুহূর্ত থাকে, যা শেয়ার করার জন্য আরও বেশি অভিব্যক্তি লাগে। শুধু লাইক দিয়ে সব প্রকাশ করা যায় না।
এরপর আয়ারল্যান্ড ও স্পেনের ফেসবুক ব্যবহারকারীরা লাইকের পাশাপাশি ছয়টি আবেগ প্রকাশের ফিচার পরীক্ষামূলকভাবে ব্যবহারের সুযোগ পান। কোনো পোস্ট সম্পর্কে তাঁদের মনোভাব এগুলো দিয়ে বোঝানো যায়। এই অপশনগুলো হচ্ছে ‘লাভ’, ‘ইয়েই’, ‘ওয়াও’ ‘হাহা’, ‘স্যাড’ ও ‘অ্যাংরি’। এ ধরনের অপশন বার্তা আদান-প্রদানে ইমোজি হিসেবে ব্যবহৃত হয়। এবারে বিশ্বব্যাপী এই অপশনগুলো ব্যবহারের সুযোগ করে দেওয়া হলো। তবে ‘ইয়েই’ অপশনটিকে বাদ দিচ্ছে ফেসবুক।