English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:২৩

এবার ভিডিওতে জন্মদিনের শুভেচ্ছা জানান ফেইসবুকে

অনলাইন ডেস্ক
এবার ভিডিওতে জন্মদিনের শুভেচ্ছা জানান ফেইসবুকে

 

ফেসবুক একের পর এক নিত্যনতুন ফিচার আনছে ব্যাবহারকারীদের জন্য। সেই সূত্র ধরে এবার বন্ধু থেকে শুরু করে মাত্র একবার দেখা হয়েছে এমন ব্যক্তিকেও ওই ফেইসবুক ব্যবহারকারী ভিডিও মেসেজের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন এই ফিচারটির নাম ‘বার্থডে ক্যাম’। বার্থডে ক্যাম ফিচারটির সাহায্যে ফেইসবুক ব্যবহারকারীরা নিজের স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে কোনো ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ১৫ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠাতে পারবেন।বর্তমানে এই ফিচারটির সুবিধা শুধু আইওএস ব্যবহারকারীরা পেলেও, আগামী কয়েক মাসের মধ্যে অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীও এই ফিচারটির সুবিধা পাবেন  বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

ফেইসবুক নির্বাহী টেড জাগাট বলেছিলেন, আমাদের ধারণা, এক বা দুই বছর পরে ফেইসবুক ভিডিওনির্ভর হয়ে পড়বে। সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি প্রতিদিন আটশ’ কোটিরও বেশি ভিডিও দেখা হয়।