English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:০৩

রাজনীতিকদের পর এবার আইএসের হত্যার হুমকি ফেসবুক ও ট্যুইটার নির্মাতা

নিজস্ব প্রতিবেদক
রাজনীতিকদের পর এবার আইএসের হত্যার হুমকি ফেসবুক ও ট্যুইটার নির্মাতা

রাজনীতিকদের পর এবার আইএসের নিশানায় ফেসবুক ও ট্যুইটার নির্মাতা। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে ফেসবুক নির্মাতা মার্ক জুকারবার্গ এবং ট্যুইটার নির্মাতা জ্যাক ডোরসিকে হত্যার হুমকি দিল আইএস।

সম্প্রতি সোশ্যাল সাইটে একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। ‘খলিফা সেনার ছেলে’ নামের একটি গোষ্ঠী এই ভিডিওটি প্রকাশ করেছে। ২৫ মিনিটের এই ভিডিওতে সরাসরি মার্ক জুকারবার্গ এবং জ্যাক ডোরসিকে হুমকি দেওয়া হয়েছে। ভিডিওটি শুরু হচ্ছে, আইএসের প্রতীকের উপর ‘খলিফা সেনার ছেলে’ লেখার মধ্য দিয়ে। তারপর জুকারবার্গ এবং ডোরসির ছবি পাশাপাশি রেখে এদের গুলিতে বিদ্ধ করা হচ্ছে। তার উপর লেখা রয়েছে, আইএস ১০ হাজারেরও বেশি ফেসবুক অ্যাকাউন্ট, ১৫০-এর বেশি ফেসবুক গ্রুপ এবং ৫ হাজারের বেশি ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে। এর মধ্যে বেশিরভাগই সমর্থকদের অ্যাকাউন্ট। হ্যাকাররা যে প্রোফাইল অ্যাকাউন্ট বদল করছে এবং আইএসের প্রচার করছে, সেটাই এই ভিডিওতে দেখানো হয়েছে। অন্যতম জনপ্রিয় দুই সোশ্যাল সাইট, ফেসবুক এবং ট্যুইটারে আইএস সমর্থকদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ‘অপরাধে’ই জুকারবার্গ এবং ডোরসিকে হত্যার এই হুমকি।

জানা গিয়েছে, চলতি মাসেই আইএসের সঙ্গে জড়িত ১ লক্ষ ২৫ হাজার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে ট্যুইটার। আবার গত সপ্তাহে আইএসের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। জঙ্গিদের বিরুদ্ধে সরকারের সঙ্গে কাজ করতে চান বলেও জানিয়েছিলেন তিনি। এর জবাব দিতেই যে জুকারবার্গ এবং ডোরসিকে আইএস হত্যার হুমকি দিল তা ভিডিওটিতেই স্পষ্ট।