English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৪২

গ্যালাক্সি এস৭ ও এস৭এজ বাজারে আনবে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক
গ্যালাক্সি এস৭ ও এস৭এজ বাজারে আনবে স্যামসাং

চলতি বছেরের ১১ মার্চে গ্যালাক্সি এস৭ ও এস৭এজ বাজারে নিয়ে আসছে স্মার্টফোন কোম্পানি স্যামসাং। গ্যালাক্সি সিরিজের এস৭ ও এস৭এজ উভয় মডেলেই থাকছে বাড়তি মাইক্রোএসডি স্টোরেজ যোগ করার ব্যবস্থা। এটি গ্যালাক্সির শুরুর দিকের মডেলগুলোতে থাকলেও পরবর্তীতে তুলে দেয়া হয়।

গ্যালাক্সি এস৭ স্মার্টফোনে থাকছে অ্যান্ড্রয়েড মার্শমেলো। এটি মাইক্রোএসডি চালাতে খুবই সুবিধাজনক। এতে মাইক্রোএসডি অনেকটা ইন্টারনাল মেমোরির মতোই চলে। এ কারণে মাইক্রোএসডি চালাতে প্রযুক্তিগত সীমাবদ্ধতা নেই। যেমন আপনার মোবাইলের অভ্যন্তরীণ ধারণক্ষমতা ৩২ ও মাইক্রোএসডির ধারণক্ষমতা ২০০ জিবি হলে তা একত্রে ২৩২ জিবি আকারে প্রদর্শন করতে পারবে।

স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৫.১ ইঞ্চি স্ক্রিন, মাইক্রোএসডি কার্ডে ২০০ জিবি পর্যন্ত সম্প্রসারণযোগ্য মেমোরি, ১২ মেগাপিক্সেল ক্যামেরা, পানিরোধী বডি, ৩০০০ এমএএইচ ব্যাটারি, অলওয়েজ অন ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর। ব্ল্যাক ওনিক্স ও গোল্ড প্ল্যাটিনাম রঙ।